Safest Seat in a Plane: বিমানের নিরাপদতম আসন কোনটি, ১১এ নাকি অন্য কিছু? জানুন কী বলছেন বিশেষজ্ঞরা

Last Updated:

১১এ আসনটি বিমানের মাঝখানে ছিল৷ বিজনেস ক্লাসের ঠিক পিছনে ইকনমি ক্লাসের সামনের সারিতেই থাকে ১১এ আসনটি৷

আসনের জন্যই রক্ষা পেলেন রমেশ?
আসনের জন্যই রক্ষা পেলেন রমেশ?
কলকাতা: এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত আহমেদাবাদ থেকে লন্ডনগামী বিমানে একমাত্র প্রাণে বেঁচেছেন বিশ্বাসকুমার রমেশ নামে এক যাত্রী৷ বিমানের ১১এ আসনে বসেছিলেন তিনি৷
বিশ্বাসকুমার রমেশের এই অলৌকিক রক্ষার পর থেকেই চর্চায় রয়েছে ড্রিমলাইনার বিমানের ১১এ আসনটি৷ যাত্রী থেকে শুরু করে বিমান বিশেষজ্ঞ, প্রত্যেকের মধ্যে একটা বিষয় নিয়েই চর্চা চলছে, বিমানের নিরাপদতম আসন কোনটি?
advertisement
কিন্তু বিমানে কি সত্যিই নিরাপদতম আসন বলে কিছু হয়? বিমান বিশেষজ্ঞ অঙ্গদ সিং-এর কথায়, বিমানে সে অর্থে কোনও আসনই নিরাপদ নয়৷ যদিও ওই বিশেষজ্ঞের কথায়, অতীতে বিভিন্ন বিমান দুর্ঘটনার পরিসংখ্যান খতিয়ে দেখা গিয়েছে, বিমানের সামনের এবং পিছনের দিকের আসনগুলিই তুলনামূলক ভাবে নিরাপদ৷
advertisement
অঙ্গদ সিং বলেন, ১১এ আসনটি বিমানের মাঝখানে ছিল৷ বিজনেস ক্লাসের ঠিক পিছনে ইকনমি ক্লাসের সামনের সারিতেই থাকে ১১এ আসনটি৷ ফলে, বিমানের মাঝমাঝি জায়গায় বসেও প্রাণে বেঁচে যাওয়াটা শুধুমাত্র মিরাকেল ছাড়া আর কিছু নয়৷ এ ছাড়া এই অলৌকিক রক্ষার কোনও ব্যাখ্যা নেই৷
মার্কিন সংস্থা ফ্লাইট সেফটি ফাউন্ডেশনের বিশেষজ্ঞ মিচেল ফক্স-এর কথায়, এক একটি বিমানের আসন বিন্যাস এক এক রকমের হয়৷ প্রতিটি দুর্ঘটনার ধরন এবং কারণও আলাদা আলাদা হয়৷ ফলে বিমান দুর্ঘটনার ক্ষেত্রে কোন আসনে বসলে প্রাণের ঝুঁকি কম হবে, তা বলা মুশকিল৷ রয়টার্সের একটি প্রতিবেদন অনুযায়ী, ১৯৭১ সাল থেকে ঘটে যাওয়া বিভিন্ন বিমান দুর্ঘটনার তথ্য পরিসংখ্যান ঘেঁটে ২০০৭ সালের পপুলার মেকানিকস-এর একটি সমীক্ষায় দাবি করা হয়, দুর্ঘটনাগ্রস্ত বিমানগুলির পিছনের আসনে থাকা যাত্রীরাই তুলনামূলক ভাবে বেশি সংখ্যায় প্রাণে বেঁচে গিয়েছেন৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Safest Seat in a Plane: বিমানের নিরাপদতম আসন কোনটি, ১১এ নাকি অন্য কিছু? জানুন কী বলছেন বিশেষজ্ঞরা
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement