Elephant Ramlal: শান্ত স্বভাব, এদিক-সেদিক ঘুরছে দাঁতাল, লোকের ভিড়ে-ভিড়, তারপর

Last Updated:
সারাদিন ঘোরাঘুরি রামলালের
সারাদিন ঘোরাঘুরি রামলালের
ঝাড়গ্রাম: দাঁতাল হাতি রামলালের দিনভর রুটমার্চ৷ সাঁকরাইল থেকে নয়াগ্রাম—হাতির হাঁটাহাঁটিতে কৌতূহল-উৎসব, ঘোরাফেরার পর নদীতে শান্তির স্নান রামলালের৷
এক শান্ত স্বভাবের দাঁতাল হাতির দাপটে সকাল থেকে টানটান উত্তেজনা ছড়ায় ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের বিভিন্ন এলাকায়। সুবর্ণরেখা নদী পার করে নয়াগ্রামের খান্দারপাড়া, দেউলবাড় সহ একাধিক গ্রামে সারা দিন ঘুরে বেড়াল রামলাল নামের এক পরিচিত হাতি। আতঙ্ক নয়, বরং রামলালের আগমন ঘিরে তৈরি হয় উৎসবের আবহ।
advertisement
advertisement
সকাল হতেই গ্রামে হাজির রামলাল
সাঁকরাইল থেকে সকালবেলায় সুবর্ণরেখা পেরিয়ে নয়াগ্রামে ঢোকে রামলাল। খান্দারপাড়া, দেউলবাড় এর রাস্তায় হেঁটে বেড়াতে দেখা যায় তাকে। মাঝেমাঝে রাস্তার ধারে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছে, আবার কখনও গাছের ডাল ছিঁড়ে মুখে দিচ্ছে সে। আশ্চর্যজনকভাবে একেবারেই আক্রমণাত্মক ছিল না সে, বরং তার হাঁটাচলা দেখে গ্রামের মানুষজনের মধ্যে ছড়িয়ে পড়ে একধরনের ভালোবাসা আর কৌতূহল।
advertisement
পিছু নিলেন উৎসাহী মানুষজন
রামলালকে এক ঝলক দেখতে সকাল থেকেই পথে ভিড় জমাতে শুরু করেন এলাকার মানুষ। মোবাইলে ছবি, ভিডিও তোলা শুরু হয়। কেউ কেউ আবার হাতিকে ডেকে কথা বলার চেষ্টা করেন। কোথাও বাধা সৃষ্টি না করেও ধীরে ধীরে এগিয়ে যায় রামলাল। বনদফতরের আধিকারিকরাও পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
অবশেষে শান্তির স্নান
advertisement
সারাদিনের ক্লান্তি যেন ঝেড়ে ফেলতে চাইল রামলাল। সুবর্ণরেখা নদীর ঘাটে পৌঁছে জলকেলিতে মেতে ওঠে সে। নদীর জলে দীর্ঘক্ষণ স্নান করে যেন নিজের মতো করেই দিন শেষ করল রামলাল।
বন দফতরের তৎপরতা-
বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, হাতিটি এই এলাকায় মাঝে মধ্যেই প্রবেশ করে। আপাতত সে শান্ত থাকায় আতঙ্কের কিছু নেই। মানুষজনকে তার খুব কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পর্যবেক্ষণে রাখা হয়েছে রামলালের গতিবিধি।
advertisement
Raju Singh
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Elephant Ramlal: শান্ত স্বভাব, এদিক-সেদিক ঘুরছে দাঁতাল, লোকের ভিড়ে-ভিড়, তারপর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement