Election Commission: SIR নিয়ে বড় খবর! বাংলা-সহ ৬ রাজ্যের সিইওদের সঙ্গে একান্তে বৈঠক কেন্দ্রীয় নির্বাচন কমিশনের
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
Election Commission: আগামী বছর পশ্চিমবঙ্গ-সহ যে ছয় রাজ্যের ভোট রয়েছে, সেখানকার সিইওদের সঙ্গে একান্তে বৈঠক করল কমিশন।
নয়াদিল্লি: আগামী বছর পশ্চিমবঙ্গ-সহ যে ছয় রাজ্যের ভোট রয়েছে, সেখানকার সিইওদের সঙ্গে একান্তে বৈঠক করল কমিশন। সূত্রের খবর, নির্বাচনমুখী রাজ্যগুলিতে আগে এসআইআর করাতে পারে কমিশন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এই বৈঠকে।
বুধবার এবং বৃহস্পতিবার, এই দুই দিন ধরে বৈঠক করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। বৈঠক শেষে বৃহস্পতিবার বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, অসম, তামিলনাড়ু, পুডুচেরি, কেরালা এবং পশ্চিমবঙ্গের সিইওদের সঙ্গে আলাদা করে বৈঠক করেছে কমিশন। নির্বাচনমুখী এই রাজ্যগুলিতে SIR-এর প্রস্তুতি নিয়ে বিশেষ আলোচনা হয়।
advertisement
advertisement
প্রসঙ্গত, শের সবক’টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়েই এসআইআর সংক্রান্ত বৈঠক করেছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং দুই নির্বাচন কমিশনার, এসএস সান্ধু ও বিবেক যোশীর উপস্থিতিতে বৈঠক চলে বুধবার এবং বৃহস্পতিবার এই দু’দিন ধরে। মঙ্গলবার চিঠি পাঠিয়ে নির্বাচন কমিশন সব সিইও-কে ভোটার তালিকায় এসআইআর সংক্রান্ত দু’দিনের এই বৈঠকে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 23, 2025 6:27 PM IST