রাত দেড়টা পর্যন্ত বাজি ফাটানোয় প্রতিবাদ, অসুস্থ বৃদ্ধার সঙ্গে 'চরম' ব্যবহার পাড়ার ছেলেদের, ভবানীপুর থানায় ৫ জনের নামে FIR

Last Updated:

Kolkata News: রাত অবধি বাজি ফাটানোর প্রতিবাদ করে খাস কলকাতায় রীতিমতো হেনস্থার শিকার হলেন অসুস্থ বৃদ্ধা। অভিযোগে ভবানীপুর থানায় দায়ের হল এফআইআর। জানা গিয়েছে, মধ্যরাতে বাজি ফাটানোর প্রতিবাদ করতে গিয়েছিলেন ওই বৃদ্ধা। আর অসুস্থ সেই বৃদ্ধাকেই মারধর করার অভিযোগ উঠেছে এলাকার কয়েকজন যুবকের বিরুদ্ধে।

অসুস্থ বৃদ্ধার সঙ্গে 'চরম' ব্যবহার
অসুস্থ বৃদ্ধার সঙ্গে 'চরম' ব্যবহার
কলকাতা: রাত অবধি বাজি ফাটানোর প্রতিবাদ করে খাস কলকাতায় রীতিমতো হেনস্থার শিকার হলেন অসুস্থ বৃদ্ধা। অভিযোগে ভবানীপুর থানায় দায়ের হল এফআইআর। জানা গিয়েছে, মধ্যরাতে বাজি ফাটানোর প্রতিবাদ করতে গিয়েছিলেন ওই বৃদ্ধা। আর অসুস্থ সেই বৃদ্ধাকেই মারধর করার অভিযোগ উঠেছে এলাকার কয়েকজন যুবকের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে ভবানীপুর থানা এলাকায়। মোট ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অসুস্থ বৃদ্ধার অভিযোগে বৃহস্পতিবার ভবানীপুর থানায় ৫ জনের নামে এফআইআর দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, এলগ্রিণ রোড, ৪ বি আশুতোষ মুখার্জি রোডের বাসিন্দা অনুপমা চৌধুরীর অভিযোগ, কালীপুজোর দিন রাত ১:৩০ টা নাগাদ পাড়ার কিছু ছেলে বাজি ফাটাচ্ছিল৷ তাদের বার বার বারণ করা হলেও কর্ণপাত করেনি। বরং অসুস্থ বৃদ্ধার অভিযোগ, তাঁকে ও তাঁর ভাইকে মারধর করা হয়েছে।
advertisement
advertisement
ঘটনায় ২১ তারিখ রাতেই ভবানীপুর থানায় অভিযোগ জানানো হয়েছিল ওই বৃদ্ধার তরফে৷ আজ, বৃহস্পতিবার আবার থানায় পৌঁছন বৃদ্ধা। এফআইআর করা হয়েছে ৫ জনের নামে। প্রসঙ্গত, কালীপুজোর রাতে কলকাতা শহর-সহ একাধিক জায়গায় প্রচুর পরিমাণে শব্দবাজি ফাটে। কোথাও কোথাও বাজির শব্দে টেকাই দায় হয়ে পডেছিল। সেই সময়ই মাঝরাত পর্যন্ত বাজি ফাটায় থাকতে না পেরে প্রতিবাদ করতে গিয়েই বৃদ্ধার চরম হেনস্থার মুখে পড়তে হয় বলে অভিযোগ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাত দেড়টা পর্যন্ত বাজি ফাটানোয় প্রতিবাদ, অসুস্থ বৃদ্ধার সঙ্গে 'চরম' ব্যবহার পাড়ার ছেলেদের, ভবানীপুর থানায় ৫ জনের নামে FIR
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement