রাত দেড়টা পর্যন্ত বাজি ফাটানোয় প্রতিবাদ, অসুস্থ বৃদ্ধার সঙ্গে 'চরম' ব্যবহার পাড়ার ছেলেদের, ভবানীপুর থানায় ৫ জনের নামে FIR
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:Sudipta Sen
Last Updated:
Kolkata News: রাত অবধি বাজি ফাটানোর প্রতিবাদ করে খাস কলকাতায় রীতিমতো হেনস্থার শিকার হলেন অসুস্থ বৃদ্ধা। অভিযোগে ভবানীপুর থানায় দায়ের হল এফআইআর। জানা গিয়েছে, মধ্যরাতে বাজি ফাটানোর প্রতিবাদ করতে গিয়েছিলেন ওই বৃদ্ধা। আর অসুস্থ সেই বৃদ্ধাকেই মারধর করার অভিযোগ উঠেছে এলাকার কয়েকজন যুবকের বিরুদ্ধে।
কলকাতা: রাত অবধি বাজি ফাটানোর প্রতিবাদ করে খাস কলকাতায় রীতিমতো হেনস্থার শিকার হলেন অসুস্থ বৃদ্ধা। অভিযোগে ভবানীপুর থানায় দায়ের হল এফআইআর। জানা গিয়েছে, মধ্যরাতে বাজি ফাটানোর প্রতিবাদ করতে গিয়েছিলেন ওই বৃদ্ধা। আর অসুস্থ সেই বৃদ্ধাকেই মারধর করার অভিযোগ উঠেছে এলাকার কয়েকজন যুবকের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে ভবানীপুর থানা এলাকায়। মোট ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অসুস্থ বৃদ্ধার অভিযোগে বৃহস্পতিবার ভবানীপুর থানায় ৫ জনের নামে এফআইআর দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, এলগ্রিণ রোড, ৪ বি আশুতোষ মুখার্জি রোডের বাসিন্দা অনুপমা চৌধুরীর অভিযোগ, কালীপুজোর দিন রাত ১:৩০ টা নাগাদ পাড়ার কিছু ছেলে বাজি ফাটাচ্ছিল৷ তাদের বার বার বারণ করা হলেও কর্ণপাত করেনি। বরং অসুস্থ বৃদ্ধার অভিযোগ, তাঁকে ও তাঁর ভাইকে মারধর করা হয়েছে।
advertisement
advertisement
ঘটনায় ২১ তারিখ রাতেই ভবানীপুর থানায় অভিযোগ জানানো হয়েছিল ওই বৃদ্ধার তরফে৷ আজ, বৃহস্পতিবার আবার থানায় পৌঁছন বৃদ্ধা। এফআইআর করা হয়েছে ৫ জনের নামে। প্রসঙ্গত, কালীপুজোর রাতে কলকাতা শহর-সহ একাধিক জায়গায় প্রচুর পরিমাণে শব্দবাজি ফাটে। কোথাও কোথাও বাজির শব্দে টেকাই দায় হয়ে পডেছিল। সেই সময়ই মাঝরাত পর্যন্ত বাজি ফাটায় থাকতে না পেরে প্রতিবাদ করতে গিয়েই বৃদ্ধার চরম হেনস্থার মুখে পড়তে হয় বলে অভিযোগ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 23, 2025 6:18 PM IST