Election 2023: জিতলেই মহিলাদের বছরে ১৫ হাজার! দীপাবলিতে বিরাট ঘোষণা কংগ্রেসের, কারা পাবেন সেই টাকা?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
দীপাবলির দিন যেমন বড় ঘোষণা করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী কংগ্রেসের ভূপেশ বাঘেল৷ রাইপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাঘেল জানালেন, মহিলাগের ক্ষমতায়নে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করার ভাবনাচিন্তা করছেন কংগ্রেস৷
ছত্তিশগড়: বিজেপি ঘোষণা করেছিল আগেই৷ নিজেদের নির্বচনী ইস্তেহারে জানিয়েছিল, ক্ষমতায় এলে প্রত্যেক মহিলাকে বছরে ১২ হাজার টাকা দেবে বিজেপির সরকার৷ এবার, সেই প্রতিশ্রুতির পাল্টা প্রতিশ্রুতি ঘোষণা করে দিল কংগ্রেসও৷ জানিয়ে দিল, ১২ হাজার নয়, কংগ্রেস ক্ষমতায় ফিরলে প্রত্যেক বিবাহিত মহিলাকে বছরে ১৫ হাজার টাকা দেবে তাঁরা৷
কথা হচ্ছে ২০২৩-এর ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের৷ গত ৭ নভেম্বরই প্রথম দফার নির্বাচন হয়ে গিয়েছে সে রাজ্যে৷ দ্বিতীয় দফার ভোটগ্রহণ আগামী ১৭ নভেম্বর৷ কিন্তু, ভোটের মাঝেও ভোটারদের নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়া থামাতে পারছে না রাজনৈতিক দলগুলি৷
আরও পড়ুন:’বেসামাল’ অনুপম! বেকায়দায় পড়ে নাড্ডার কাছে নালিশ ঠুকলেন সুকান্ত মজুমদার
দীপাবলির দিন যেমন বড় ঘোষণা করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী কংগ্রেসের ভূপেশ বাঘেল৷ রাইপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাঘেল জানালেন, মহিলাগের ক্ষমতায়নে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করার ভাবনাচিন্তা করছেন কংগ্রেস৷ তিনি জানান, এবারের বিধানসভা নির্বাচনে কংগ্রেস যদি ভোটে যেতে ক্ষমতায় ফেরে তবে বিবাহিত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি বছরে ১৫ হাজার টাকা করে দেবে তাঁর সরকার৷ ‘ছত্তিশগড় গৃহ লক্ষ্মী যোজনা’র আওতায় এই প্রকল্প রূপায়িত হবে বলে জানান বাঘেল৷
advertisement
advertisement
আরও পড়ুন: শ্রীরামকৃষ্ণ যেতেন নিয়মিত, একসময় হত নরবলিও! জানেন এই কালীবাড়ির গা ছমছম করা ইতিহাস
গত ৭ নভেম্বর ৯০ বিধানসভা আসনের ছত্তিশগড়ের ২০ আসনে হয়েছে ভোটগ্রহণ৷ বাতি ৭০ আসনে ভোট হতে চলেছে দ্বিতীয় দফায়, অর্থাৎ, ১৭ নভেম্বর৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Chhattisgarh
First Published :
November 12, 2023 3:15 PM IST