Anupam Hazra: 'বেসামাল' অনুপম! বেকায়দায় পড়ে নাড্ডার কাছে নালিশ ঠুকলেন সুকান্ত মজুমদার

Last Updated:

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন,' এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই। তবে উনি যেভাবে একের পর এক মন্তব্য করছেন তাতে আমাদের মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়।' 

কলকাতা: রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক অভিযোগ৷ সোশ্যাল মিডিয়ায় পোস্ট৷ সংবাদমাধ্যমের সামনে সরাসরি রাজ্য নেতৃত্বকে আক্রমণ৷ বিজেপির কেন্দ্রীয় নেতা অনুপম হাজরার বিরুদ্ধে তা-ও কোনও ব্যবস্থা নিতে পারছিলেন না সুকান্ত-শুভেন্দুরা৷ অবশেষে তাই তাঁরা নালিশ ঠুকলেন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে৷ সূত্রের খবর, অনুপম হাজরাকে নিয়ে জে পি নাড্ডার কাছে নালিশ জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷
বিজেপি সূত্রের খবর, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে ফোন করে অনুপম হাজরার বক্তব্যের বিষয়ে বিশদে জানিয়েছেন সুকান্ত। অনুপম হাজরা যেভাবে একের পর এক ‘দলবিরোধী’ মন্তব্য সংবাদমাধ্যম বলেছেন কিংবা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তাতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে নাড্ডার কাছে নালিশ করেছেন তিনি।
আরও পড়ুন: মা সারদার প্রশান্তির মাঝে রক্তচক্ষু মা কালীর দর্শন! এই কিংবদন্তি শুনলে এখনও গায়ে কাঁটা দেয়
তৃণমূলের স্লোগানের সুরে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সরব হওয়াই শুধু নয়, বিজেপি নেতা অনুপম হাজরা দলীয় নেতৃত্বকে রীতিমতো হুঁশিয়ারিও দিয়েছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে সরাসরি লিখেছেন, ‘চোরমুক্ত বিজেপি চাই’। শুধু লিখেই থামেননি তিনি, সংবাদমাধ্যমের সামনেও এমন বক্তব্য রেখেছেন অনুপম।
advertisement
advertisement
একপ্রকার যেন থামছেনই না কেন্দ্রীয় বিজেপির সম্পাদক অনুপম হাজরা। একের পর এক অভিযোগ তুলে রাজ্য নেতৃত্ব থেকে জেলা সভাপতিদের চরম কটাক্ষ করেছেন তিনি। অনুপমের কথায়, ‘‘দলের মধ্যে যে সমস্ত ভাইরাস আছে, সেই ভাইরাসকে আগে বের করুন। দরকার পড়লে দু’ চারটে থাপ্পড় মারতে হয় মারুন। কোনও অসুবিধা নেই।’’
আরও পড়ুন: শ্রীরামকৃষ্ণ যেতেন নিয়মিত, একসময় হত নরবলিও! জানেন এই কালীবাড়ির গা ছমছম করা ইতিহাস
কিন্তু অনুপম হাজরা যেহেতু কেন্দ্রীয় নেতা, তাই বিজেপি রাজ্য কমিটি তাঁর বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারছিলেন না৷ সেই কারণেই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নালিশ। এখন দেখার, কেন্দ্রীয় নেতৃত্ব অনুপম হাজরার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেন কি না। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই। তবে উনি যেভাবে একের পর এক মন্তব্য করছেন, তাতে আমাদের মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়।’’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Anupam Hazra: 'বেসামাল' অনুপম! বেকায়দায় পড়ে নাড্ডার কাছে নালিশ ঠুকলেন সুকান্ত মজুমদার
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement