Kali Puja 2023: মা সারদার প্রশান্তির মাঝে রক্তচক্ষু মা কালীর দর্শন! সিঙ্গুরের ডাকাতকালীর কথা শুনলে এখনও গায়ে কাঁটা দেয়
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
সেই থেকেই সিঙ্গুরের ডাকাতকালী মন্দিরে কালীপুজোর দিন নৈবেদ্যে মা কালীকে নিবেদন করা হয় চাল কড়াই ভাজা৷ শোনা যায়, ওই ঘটনারও অনেককাল পরে বর্ধমান রাজার দান করা জমিতে তৈরি হয় মন্দির৷ সেখানেই প্রতিষ্ঠা করা হয় মা ডাকাতকালীর৷
দক্ষিণবঙ্গ: দক্ষিণেশ্বরে অসুস্থ হয়ে পড়েছেন শ্রীরামকৃষ্ণ৷ কামারপুকুরে এই খবর এসে পৌঁছনো মাত্রই সবকিছু ফেলে কলকাতার উদ্দেশে রওনা দিলেন উদ্বিগ্ন সারদা মা৷ কিন্তু, তখনকার দিনের পথঘাট তো এমন ছিল না! গহিন জঙ্গল৷ অন্ধকার৷ পদে পদে ডাকাত এবং দস্যুর ভয়৷ যা ভয় ছিল, হলও তাই৷ দক্ষিণেশ্বর যাওয়ার পথে মা সারদা ও তাঁর সঙ্গে থাকা লোকজনেদের পথ আটকে দাঁড়াল রঘু ডাকাত এবং গগন ডাকাতের দল৷ উদ্দেশ্য তো একটাই৷ লুটপাট৷ হারেরেরে করে তেড়ে এল দস্যুরা৷ মা সারদাও তখন বিপর্যস্ত৷ বিভ্রান্ত তাঁর সঙ্গে থাকা লোকজন৷ কী ভাবে এই বিপদ থেকে নিস্তার মিলবে, ওই ক্ষণে মাথায় এল না কারোরই৷ কিন্তু, এর মধ্যেই ঘটে গেল সেই অদ্ভুত ঘটনা৷
কী ঘটেছিল সেদিন? কী ভাবে প্রতিষ্ঠা হয়েছিল ডাকাতকালী মন্দিরের? গায়ে কাঁটা দেওয়ার মতো সেই কিংবদন্তি শোনালেন সিঙ্গুরের ডাকতকালী মন্দির উন্নয়ন কমিটির মদনমোহন কোলে৷ মদনমোহন বাবু জানালেন, সেদিন সেই সঙ্কটের মুহূর্তে হঠাৎ করেই মা সারদার স্নিগ্ধ, শান্ত মুখের মধ্যে রক্তচক্ষু মা কালীর মুখ দেখতে পান রঘু-গগন ডাকাতেরা। কিছুক্ষণের মধ্যেই ভাঙে ভুল৷ অন্যায় বুঝতে পেরে মা সারদার কাছে ক্ষমা চায় গোটা ডাকাতদল। সে দিন সন্ধে নামার পরে ডাকাতদের আস্তানাতেই রাত কাটানোর ব্যবস্থা হয় মা সারদার৷ জানা যায়, সেই রাতে মা সারদাকে চাল, কড়াই ভাজা খেতে দিয়েছিল রঘু ডাকাতেরা৷
advertisement
আরও পড়ুন: শ্রীরামকৃষ্ণ যেতেন নিয়মিত, একসময় হত নরবলিও! জানেন এই কালীবাড়ির গা ছমছম করা ইতিহাস
সেই থেকেই বর্ধমানের ডাকাতকালী মন্দিরে কালীপুজোর দিন নৈবেদ্যে মা কালীকে নিবেদন করা হয় চাল কড়াই ভাজা৷ শোনা যায়, ওই ঘটনারও অনেককাল পরে বর্ধমান রাজার দান করা জমিতে তৈরি হয় মন্দির৷ সেখানেই প্রতিষ্ঠা করা হয় মা ডাকাতকালীর৷
advertisement
advertisement
আরও পড়ুন: কালীপুজো-ভাইফোঁটায় বৃষ্টি? সাগরে নিম্নচাপের কালো মেঘ, ভাসবে কোন কোন জেলা?
মন্দির কমিটির মদনমোহন বাবু জানালেন, কালী পুজোর দিন চার প্রহরে চারবার পুজো হয় মায়ের৷ হয় ছাগ বলিও। এছাড়া, প্রাচীন প্রথা মেনে কালীপুজোর দিন মায়ের প্রসাদ হিসাবে চাল, কড়াই ভাজা দেওয়া হয়। এছাড়া লুচি, পায়েস, ফল, খিচুড়ি, বিভিন্ন পদের ভাজা ও পোলাও দেওয়া হয় ভোগে। কালীপুজোর দিন গঙ্গা থেকে গ্রামের তফশিলিভুক্ত পরিবারের আনা জল দিয়ে পাল্টানো হয় মায়ের ঘটের জল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
November 12, 2023 1:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2023: মা সারদার প্রশান্তির মাঝে রক্তচক্ষু মা কালীর দর্শন! সিঙ্গুরের ডাকাতকালীর কথা শুনলে এখনও গায়ে কাঁটা দেয়