Kali Puja 2023: মা সারদার প্রশান্তির মাঝে রক্তচক্ষু মা কালীর দর্শন! সিঙ্গুরের ডাকাতকালীর কথা শুনলে এখনও গায়ে কাঁটা দেয়

Last Updated:

সেই থেকেই সিঙ্গুরের ডাকাতকালী মন্দিরে কালীপুজোর দিন নৈবেদ্যে মা কালীকে নিবেদন করা হয় চাল কড়াই ভাজা৷ শোনা যায়, ওই ঘটনারও অনেককাল পরে বর্ধমান রাজার দান করা জমিতে তৈরি হয় মন্দির৷ সেখানেই প্রতিষ্ঠা করা হয় মা ডাকাতকালীর৷

দক্ষিণবঙ্গ: দক্ষিণেশ্বরে অসুস্থ হয়ে পড়েছেন শ্রীরামকৃষ্ণ৷ কামারপুকুরে এই খবর এসে পৌঁছনো মাত্রই সবকিছু ফেলে কলকাতার উদ্দেশে রওনা দিলেন উদ্বিগ্ন সারদা মা৷ কিন্তু, তখনকার দিনের পথঘাট তো এমন ছিল না! গহিন জঙ্গল৷ অন্ধকার৷ পদে পদে ডাকাত এবং দস্যুর ভয়৷ যা ভয় ছিল, হলও তাই৷ দক্ষিণেশ্বর যাওয়ার পথে মা সারদা ও তাঁর সঙ্গে থাকা লোকজনেদের পথ আটকে দাঁড়াল রঘু ডাকাত এবং গগন ডাকাতের দল৷ উদ্দেশ্য তো একটাই৷ লুটপাট৷ হারেরেরে করে তেড়ে এল দস্যুরা৷ মা সারদাও তখন বিপর্যস্ত৷ বিভ্রান্ত তাঁর সঙ্গে থাকা লোকজন৷ কী ভাবে এই বিপদ থেকে নিস্তার মিলবে, ওই ক্ষণে মাথায় এল না কারোরই৷ কিন্তু, এর মধ্যেই ঘটে গেল সেই অদ্ভুত ঘটনা৷
কী ঘটেছিল সেদিন? কী ভাবে প্রতিষ্ঠা হয়েছিল ডাকাতকালী মন্দিরের? গায়ে কাঁটা দেওয়ার মতো সেই কিংবদন্তি শোনালেন সিঙ্গুরের ডাকতকালী মন্দির উন্নয়ন কমিটির মদনমোহন কোলে৷ মদনমোহন বাবু জানালেন, সেদিন সেই সঙ্কটের মুহূর্তে হঠাৎ করেই মা সারদার স্নিগ্ধ, শান্ত মুখের মধ্যে রক্তচক্ষু মা কালীর মুখ দেখতে পান রঘু-গগন ডাকাতেরা। কিছুক্ষণের মধ্যেই ভাঙে ভুল৷ অন্যায় বুঝতে পেরে মা সারদার কাছে ক্ষমা চায় গোটা ডাকাতদল। সে দিন সন্ধে নামার পরে ডাকাতদের আস্তানাতেই রাত কাটানোর ব্যবস্থা হয় মা সারদার৷ জানা যায়, সেই রাতে মা সারদাকে চাল, কড়াই ভাজা খেতে দিয়েছিল রঘু ডাকাতেরা৷
advertisement
আরও পড়ুন: শ্রীরামকৃষ্ণ যেতেন নিয়মিত, একসময় হত নরবলিও! জানেন এই কালীবাড়ির গা ছমছম করা ইতিহাস
সেই থেকেই বর্ধমানের ডাকাতকালী মন্দিরে কালীপুজোর দিন নৈবেদ্যে মা কালীকে নিবেদন করা হয় চাল কড়াই ভাজা৷ শোনা যায়, ওই ঘটনারও অনেককাল পরে বর্ধমান রাজার দান করা জমিতে তৈরি হয় মন্দির৷ সেখানেই প্রতিষ্ঠা করা হয় মা ডাকাতকালীর৷
advertisement
advertisement
আরও পড়ুন: কালীপুজো-ভাইফোঁটায় বৃষ্টি? সাগরে নিম্নচাপের কালো মেঘ, ভাসবে কোন কোন জেলা?
মন্দির কমিটির মদনমোহন বাবু জানালেন, কালী পুজোর দিন চার প্রহরে চারবার পুজো হয় মায়ের৷ হয় ছাগ বলিও। এছাড়া, প্রাচীন প্রথা মেনে কালীপুজোর দিন মায়ের প্রসাদ হিসাবে চাল, কড়াই ভাজা দেওয়া হয়। এছাড়া লুচি, পায়েস, ফল, খিচুড়ি, বিভিন্ন পদের ভাজা ও পোলাও দেওয়া হয় ভোগে। কালীপুজোর দিন গঙ্গা থেকে গ্রামের তফশিলিভুক্ত পরিবারের আনা জল দিয়ে পাল্টানো হয় মায়ের ঘটের জল।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2023: মা সারদার প্রশান্তির মাঝে রক্তচক্ষু মা কালীর দর্শন! সিঙ্গুরের ডাকাতকালীর কথা শুনলে এখনও গায়ে কাঁটা দেয়
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement