Earthquake In Arunachal: জোড়া ভূমিকম্পে দু-দুবার কেঁপে উঠল অরুণাচল প্রদেশ! 'আফটারশক' আতঙ্কে কাঁপছে উত্তর-পূর্ব ভারত
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
জোড়া কম্পনে কেঁপে উঠল অরুণাচল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা 5.7 মাত্রা, সিয়াং ছিল অরুণাচলের কেন্দ্র। তবে গোটা উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে জোরালো কম্পন।
#অরুণাচল প্রদেশ: ভূমিকম্পের জোড়া কম্পনে কেঁপে উঠল অরুণাচল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা 5.7 মাত্রা, সিয়াং ছিল অরুণাচলের কেন্দ্র। তবে গোটা উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে জোরালো কম্পন।
ভূমিকম্পে কেঁপে উঠল অরুণাচলপ্রদেশ। বৃহস্পতিবার সকালে জোড়া ভূমিকম্প অনুভূত হল উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে। সকাল সাড়ে ১০টা নাগাদ কম্পন অনুভূত হয় সে রাজ্যে। National Center for Seismology জানাচ্ছে, ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫.৭। সেখানের পশ্চিম সিয়াং জেলায় এই ভূমিকম্পের উৎপত্তি স্থল।
advertisement
advertisement
জানা গিয়েছে, অরুণাচলপ্রদেশের বাসার এলাকা থেকে প্রায় ৫২ কিলোমিটার উত্তর ও উত্তর পশ্চিম এলাকায় এর উৎপত্তি। মাটির নীচে প্রায় ১০ কিলোমিটার গভীরতায় সকাল ১০টা ৩১ মিনিটে এর উৎপত্তি বলে জানা গিয়েছে।
অরুণাচল প্রদেশ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, পর পর ভূমিকম্পের কারণে অল্প সময়ের ব্যবধানেই মাটি কেঁপে ওঠে দু-দুবার। তবে এখনও পর্যন্ত ভূমিকম্পের কারণে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
advertisement
প্রথম ভূকম্পন:
M: 5.7 মাত্রার ভূমিকম্প
তারিখ: 10/11/2022
সময়: 10:31:07 IST
অক্ষাংশ: 28.39 N
দীর্ঘ: 94.42 ই
গভীরতা: 10 কিমি
অঞ্চল: পশ্চিম সিয়াং, অরুণাচল প্রদেশ
আরও পড়ুন : চন্দ্রগ্রহণের পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মাটি! দুইয়ের মধ্যে কী সম্পর্ক? জানুন বড় সত্যি
দ্বিতীয় আঘাত
M: 3.5 মাত্রার ভূমিকম্প
advertisement
তারিখ: 10/11/2022
সময়: 10:59:43 IST
অক্ষাংশ: 28.70 N
দীর্ঘ: 94.05 ই
গভীরতা: 10 কিমি
অঞ্চল: পশ্চিম সিয়াং, অরুণাচল প্রদেশ
আফটার শকে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। অনেকেই বাড়ি ছেড়ে রাস্তায় এসে দাঁড়ান। সকাল সাড়ে ১১টা নাগাদ প্রশাসনের আধিকারিকরা জানান, কোথাও কোনও ক্ষতি হয়েছে কী না তার খোঁজ নেওয়া হচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 10, 2022 1:03 PM IST