Earthquake: সাতসকালে কেঁপে উঠল গোটা এলাকা, ফের ভূমিকম্প দেশের এই রাজ্যে

Last Updated:

Earthquake: এখন পর্যন্ত কোনও ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ফের ভূমিকম্প দেশের এই রাজ্যে
ফের ভূমিকম্প দেশের এই রাজ্যে
ইম্ফল: ফের ভূমিকম্প মণিপুরে। জাতীয় ভূকম্পণ গবেষণা সংস্থা (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি, এনসিএস) অনুসারে, মঙ্গলবার ভোরে মণিপুরের ননি জেলায় ৩.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর গভীরতা ছিল ২৫ কিলোমিটার। অন্যদিকে, আফগানিস্তানেও ভূমিকম্প অনুভূত হয় এদিন। এর তীব্রতা ছিল ৪.১। পাশাপাশি তাজিকিস্তানে ৪.৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এ তথ্য জানিয়েছে।
তবে এখন পর্যন্ত কোনও ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে ১৯ ফেব্রুয়ারি অন্ধ্রপ্রদেশের এনটিআর জেলার নন্দিগামা শহরে ভূমিকম্প হয়েছিল। রবিবার সকাল ৭.১৩ মিনিটে কম্পন অনুভূত হয় এবং ৩.৪ সেকেন্ড স্থায়ী হয়। স্থানীয় লোকজন আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। একই দিনে মধ্যপ্রদেশে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩.০।
advertisement
এর আগে গত রবিবার আফগানিস্তানে মধ্যরাতে ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্প অনুভূত হয় ফৈজাবাদেও। চলতি মাসের শুরুতে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের জেরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়।
advertisement
advertisement
তুরস্ক ও সিরিয়ায় এখনও পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সঙ্গে লাখ লাখ মানুষ আহত ও গৃহহীন হয়েছেন। এই ভূমিকম্পের পরে বেশ কয়েকদিন ধরে আফটারশকের রেশ চলে।
বাংলা খবর/ খবর/দেশ/
Earthquake: সাতসকালে কেঁপে উঠল গোটা এলাকা, ফের ভূমিকম্প দেশের এই রাজ্যে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement