Earthquake: তুরস্কের মতো শক্তিশালী কম্পণ, প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল এই দেশ

Last Updated:

Earthquake: ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল চিনের সীমান্ত এলাকা থেকে প্রায় ৮২ কিলোমিটার দূরে।

প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল এই দেশ
প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল এই দেশ
বেজিং: প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল চিন তাজিকিস্তানের সীমান্ত এলাকা। রিখটার স্কেলে কম্পণের মাত্রা ৭.৩ মাত্রা। চিনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি বৃহস্পতিবার জানিয়েছে যে চিনের জিনজিয়াং অঞ্চল এবং তাজিকিস্তানের সীমান্তের কাছে সকাল ৮:৩৭ মিনিটে প্রায় ৭.৩ মাত্রার ভূমিকম্প হয়েছে।
সিসিটিভি জানিয়েছে, যে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল চিনের সীমান্ত এলাকা থেকে প্রায় ৮২ কিলোমিটার দূরে। কম্পণ এতটাই শক্তিশালী ছিল যে জিনজিয়াং অঞ্চলের পশ্চিমাঞ্চলের কাশগর ও আর্টাক্সেও অনুভূত হয়েছে। সিসিটিভি অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পৃথিবীর পৃষ্ঠ থেকে ৫ কিমি নিচে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে যেই এলাকায় ভূমিকম্পের কম্পণ তীব্র অনুভব হয়েছে, সেখান জনবসতি খুব একটা বেশি ছিল না। ফলে ভূমিকম্পের জেরে খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি বলেই অনুমান করা হচ্ছে।
advertisement
মাত্র কদিন আগেই ভয়ানক ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ হয়েছে সিরিয়া এবং তুরস্ক। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৪৫ হাজার। গৃহহীন হয়েছে ১৫ লাখ মানুষ। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ৭.৮। তুরস্ক, সিরিয়ার এই ভূমিকম্পকে গত একশো বছরের মধ্যে এই অঞ্চলের সবথেকে ভয়াবহতম বলে দাবি করা হচ্ছে।
advertisement
advertisement
এরই মধ্যে গত সোমবার ফের তুরস্কে ভূমিকম্প হয়। কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৬.৪। এই ভূমিকম্পেও ৮ জন মানুষের মৃত্যু হয়েছে। ২৯৪ জন আহত হয়েছে, যাঁদের মধ্যে ১৮ জনের অবস্থা গুরুতর। সম্প্রতি ভারতের উত্তর-পূর্বের একাধিক রাজ্যে গত কয়েক সপ্তাহে ভূমিকম্প হয়েছে। সিকিম, মেঘালয়, অসম-সহ একাধিক রাজ্য মৃদু মাত্রার ভূমিকম্প হয়েছে।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Earthquake: তুরস্কের মতো শক্তিশালী কম্পণ, প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল এই দেশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement