Earthquake In India: ফের ভূমিকম্প ভারতে! কেঁপে উঠল এই এলাকা, বাড়ি ছেড়ে বেরোলেন সকলে
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Earthquake In India: ধার ছাড়াও বারওয়ানি ও আলিরাজপুরেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
ধার: মধ্যপ্রদেশের মালওয়া এলাকায় ভূমিকম্প। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (ভারতের ভূমিকম্প গবেষণা কেন্দ্র) টুইট করে জানিয়েছে যে মধ্যপ্রদেশের ইন্দোর সদর দফতর থেকে ১৫১ কিলোমিটার দূরে ধার জেলায় রবিবার দুপুর ১২.৫৪ মিনিটে ভূমিকম্প হয়। ভুপৃষ্ঠের ১০ কিলোমিটার নিচে ৩.০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল ধার জেলার গুজরাট ও মহারাষ্ট্র সীমান্তে।
মৃদু এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ধার ছাড়াও বারওয়ানি ও আলিরাজপুরেও ভূমিকম্প অনুভূত হয়েছে। আতঙ্কে অনেকে বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। মধ্যপ্রদেশের নর্মদা নদীর তীরবর্তী অঞ্চলগুলিকে ভূমিকম্পের জন্য অত্যন্ত সংবেদনশীল বলে মনে করা হয়।
প্রসঙ্গত, রবিবার শুধুমাত্র মধ্যপ্রদেশ নয়, অরুণাচল প্রদেশেও ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৮। জাতীয় ভূমিকম্প গবেষণা কেন্দ্রের রিপোর্ট অনুসারে, এদিন দুপুর ১২টা বেজে ১২ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে এই অঞ্চল। শুধু অরুণাচল প্রদেশ নয়, উত্তর মধ্য অসম ও পূর্ব ভূটানের বেশ কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের কারণে কোনও হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
advertisement
advertisement
এর আগে গত ১৬ তারিখ ভূমিকম্প অনুভূত হয়েছে মেঘালয়তে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৯। জাতীয় ভূমিকম্প গবেষণা কেন্দ্রের রিপোর্ট অনুসারে, এদিন সকাল ৬টা বেজে ২৬ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে মেঘালয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ে ভূপৃষ্ঠ থেকে ৪৬ কিলোমিটার গভীরে। শুধু মেঘালয় নয়, অসম ও গুয়াহাটির বেশ কিছু এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।
advertisement
আরও পড়ুন, ফের ভূমিকম্প ভারতে! কেঁপে উঠল দেশের এই রাজ্য
ফেব্রুয়ারির ১৩ তারিখ সিকিমের কিছু অংশে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কারণে কোনও হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 20, 2023 9:59 AM IST