Earthquake: ফের ভূমিকম্প ভারতে! কেঁপে উঠল দেশের এই রাজ্য
- Published by:Sayani Rana
Last Updated:
ভূমিকম্পে কেঁপে উঠল মেঘালয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৯
শিলং: ভূমিকম্পে কেঁপে উঠল মেঘালয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৯। জাতীয় ভূমিকম্প গবেষণা কেন্দ্রের রিপোর্ট অনুসারে, এদিন সকাল ৬টা বেজে ২৬ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে মেঘালয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ে ভূপৃষ্ঠ থেকে ৪৬ কিলোমিটার গভীরে। শুধু মেঘালয় নয়, অসম ও গুয়াহাটির বেশ কিছু এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।
তবে শুধু আজকে নয়, বেশ কয়েকদিন আগে দেশের উত্তর-পূর্ব ভারতের বেশ কিছু রাজ্যে ভূমিকম্প অনুভূত হয়েছে। গত সোমবার সকালে সিকিমের কিছু অংশে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কারণে কোনও হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩।
advertisement
advertisement
জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের মতে, কম্পন অনুভূত হয় ভোর ৪টে ১৫ মিনিটে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উত্তর-পূর্ব ইউকসোম এলাকা, ভূপৃষ্ঠ থেকে ৭০ কিলোমিটার গভীরে। গত রবিবার অসম কিছু অংশেও ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। সরকারি এক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিনে বলা হয়েছে, তাৎক্ষণিক ভূমিকম্পে কোনও হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
advertisement
প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল গুয়াহাটি থেকে ১৬০ কিলোমিটার দূরে মধ্য আসামের হোজাইয়ের কাছে। পশ্চিম কার্বি আংলং, কার্বি আংলং, গোলাঘাট এবং মরি গ্রামের মানুষও কম্পন অনুভব করেন। এ ছাড়া ব্রহ্মপুত্র নদের উত্তর তীরে অবস্থিত সোনিতপুরের বাসিন্দারাও কম্পণ অনুভব করেন। উত্তর-পূর্বের সমস্ত রাজ্য উচ্চ ভূমিকম্পপ্রবণ এলাকায় থাকায় মাঝে মধ্যেই এই এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 16, 2023 1:33 PM IST