Earthquake: ব্যবধান মাত্র ৪ দিনের! ফের ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের কাছে এই দেশ
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Earthquake: ভূমিকম্পের খবর পাওয়ার পরপরই, স্থানীয় দমকল বিভাগ দুটি গাড়ি দুর্যোগ এলাকায় পাঠিয়েছে।
বেজিং: চিনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াংয়ে ভূমিকম্প অনুভূত হয়েছে। চিনের ভূকম্পণ পর্যবেক্ষণ সংস্থার মতে, আকসু অঞ্চলের ওয়েনসু কাউন্টিতে সকাল ৭:৫৮ মিনিটে রিখটার স্কেলে ৫.১ মাত্রার ভূমিকম্প হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থলটি ভূপৃষ্ট থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আকসু শহর থেকে ৮৪ কিলোমিটার এবং আঞ্চলিক রাজধানী উরুমকি থেকে ৬৭০ কিলোমিটার দূরে। এখনও পর্যন্ত কোনও হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের খবর পাওয়ার পরপরই, স্থানীয় দমকল বিভাগ দুটি গাড়ি দুর্যোগ এলাকায় পাঠিয়েছে। চিনের স্থানীয় প্রশাসন জানিয়েছে, স্থানীয় পাওয়ার গ্রিড অপারেশন, তেল ও গ্যাস উৎপাদন ইউনিট এবং বড় পেট্রোকেমিক্যাল শিল্প সংস্থাগুলিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়নি। সংস্থাগুলির উৎপাদন ও কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।
advertisement
advertisement
এর আগে ২৩ ফেব্রুয়ারি চিন তাজিকিস্তানের সীমান্তের কাছে ৭.৩ মাত্রার ভূমিকম্পের কথা জানিয়েছিল। সিসিটিভি জানিয়েছে, যে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল চিনের সীমান্ত এলাকা থেকে প্রায় ৮২ কিলোমিটার দূরে। কম্পণ এতটাই শক্তিশালী ছিল যে জিনজিয়াং অঞ্চলের পশ্চিমাঞ্চলের কাশগর ও আর্টাক্সেও অনুভূত হয়েছে। সিসিটিভি অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পৃথিবীর পৃষ্ঠ থেকে ৫ কিমি নিচে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ তেমন হয়নি। তবে যেই এলাকায় ভূমিকম্পের কম্পণ তীব্র অনুভব হয়েছে, সেখান জনবসতি খুব একটা বেশি ছিল না।
advertisement
মাত্র কদিন আগেই ভয়ানক ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ হয়েছে সিরিয়া এবং তুরস্ক। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৪৫ হাজার। গৃহহীন হয়েছে ১৫ লাখ মানুষ। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ৭.৮। তুরস্ক, সিরিয়ার এই ভূমিকম্পকে গত একশো বছরের মধ্যে এই অঞ্চলের সবথেকে ভয়াবহতম বলে দাবি করা হচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 27, 2023 3:48 PM IST