#উত্তর দিনাজপুর: দুর্গাপুজো হয়ে গেছে, কিন্তু তার জন্য মন খারাপের দরকার নেই। আসছে বছর তো আবার হবে। আর এতটা অপেক্ষা করতে যদি মন না চায়,অন্য উপায়ও আছে। কি উপায়? নিউজ 18 বাংলায় আরও এক দুর্গাপুজোর হদিশ।
উত্তর দিনাজপুর জেলার করনদিঘির ব্লকের সিঙ্গারদহ গ্রামে মঙ্গলবার থেকে শুরু হল দূর্গাপূজা।যদি ফের পুজোর আমেজ নিতে চাইলে সিঙ্গারদহে আসা যেতেই পারে। গ্রামেরই বাসিন্দা সোনামতি কুম্ভারানীর হাতে এই পূজা চালু। তাই তার নামেই পুজোর পরিচয়।
আরও পড়ুন - সৌরভের বোর্ডে কি ‘ফ্যাব ফোর’, নির্বাচন কমিটির শীর্ষে কি লক্ষ্মণ,দৌড়ে সেওয়াগও
এখানে বোধন নবমীর সাতদিন পর। পুজো হয় চারদিন ধরে। অষ্টমী পুজো থেকে সন্ধিপুজো- নিয়ম-কানুন একেবারে দুর্গাপুজোর মতই। পশুবলি হয়। জাগ্রত দেবীর আর্শীবাদ পেতে ভিড় করেন বহু মানুষ।মূলত রাজবংশী সম্প্রদায়ের মানুষেরাই এই পুজো করেন। পুজো উপলক্ষে বড় মেলা বসে। কেনাকাটা, খাওয়াদাওয়া - একেবারে পুজোর আমেজ।
মায়ের নামে বেশ কয়েক বিঘা জমি আছে। এই জমির ফসল বেচে প্রতিবছর পুজোর আয়োজন হয়। গ্রামবাসীদের বিশ্বাস, মায়ের আর্শিবাদেই গ্রামকে কোনও বিপদ ছুঁতেও পারে না।
আরও দেখুন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Durga Puja, Durga Puja 2019, North Dinajpur, উত্তর দিনাজপুর, দুর্গাপুজো, দুর্গাপুজো ২০১৯