মন খারাপ করবেন না, এখনও দুর্গাপুজো হচ্ছে সিঙ্গারদহ গ্রামে
Last Updated:
দুর্গাপুজো হয়ে গেছে, কিন্তু তার জন্য মন খারাপের দরকার নেই।
#উত্তর দিনাজপুর: দুর্গাপুজো হয়ে গেছে, কিন্তু তার জন্য মন খারাপের দরকার নেই। আসছে বছর তো আবার হবে। আর এতটা অপেক্ষা করতে যদি মন না চায়,অন্য উপায়ও আছে। কি উপায়? নিউজ 18 বাংলায় আরও এক দুর্গাপুজোর হদিশ।
উত্তর দিনাজপুর জেলার করনদিঘির ব্লকের সিঙ্গারদহ গ্রামে মঙ্গলবার থেকে শুরু হল দূর্গাপূজা।যদি ফের পুজোর আমেজ নিতে চাইলে সিঙ্গারদহে আসা যেতেই পারে। গ্রামেরই বাসিন্দা সোনামতি কুম্ভারানীর হাতে এই পূজা চালু। তাই তার নামেই পুজোর পরিচয়।
advertisement
advertisement
এখানে বোধন নবমীর সাতদিন পর। পুজো হয় চারদিন ধরে। অষ্টমী পুজো থেকে সন্ধিপুজো- নিয়ম-কানুন একেবারে দুর্গাপুজোর মতই। পশুবলি হয়। জাগ্রত দেবীর আর্শীবাদ পেতে ভিড় করেন বহু মানুষ।মূলত রাজবংশী সম্প্রদায়ের মানুষেরাই এই পুজো করেন। পুজো উপলক্ষে বড় মেলা বসে। কেনাকাটা, খাওয়াদাওয়া - একেবারে পুজোর আমেজ।
মায়ের নামে বেশ কয়েক বিঘা জমি আছে। এই জমির ফসল বেচে প্রতিবছর পুজোর আয়োজন হয়। গ্রামবাসীদের বিশ্বাস, মায়ের আর্শিবাদেই গ্রামকে কোনও বিপদ ছুঁতেও পারে না।
advertisement
আরও দেখুন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 16, 2019 3:36 PM IST