সৌরভের বোর্ডে কি ‘ফ্যাব ফোর’, নির্বাচন কমিটির শীর্ষে কি লক্ষ্মণ,দৌড়ে সেওয়াগও

Last Updated:

মুম্বইয়ের ক্রিকেট সেন্টারের অন্দরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে এটাই বিসিসিআইয়ের নতুন দলের ছবি।

#মুম্বই: বোর্ডের অন্দরেও কী এবার টিম ইন্ডিয়া ? তেইশ তারিখ সরকারি ভাবে প্রেসিডেন্টের দায়িত্ব নিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তার আগেই গুঞ্জন জাতীয় নির্বাচন কমিটির প্রধান পদ নিয়ে। সূত্রের দাবি, দৌড়ে ভিভিএস লক্ষ্মণ ও বীরেন্দ্র সেহওয়াগের নাম।
মুম্বইয়ের ক্রিকেট সেন্টারের অন্দরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে এটাই বিসিসিআইয়ের নতুন দলের ছবি। সোমবারই মহারাজ ইঙ্গিত দিয়েছিলেন, নতুন দলকে নিয়েই আগামী দশমাস দেশের ক্রিকেট প্রশাসনের ভাবমূর্তি উদ্ধার করবেন। বুঝে নেবেন আইসিসি’র থেকে সব হিসেব-নিকেশ। প্রশাসনের পাশাপাশি ক্রিকেটীয় ক্ষেত্রে কেমন হবে মহারাজের কোর কমিটি। কারা থাকবেন তাঁর পাশে ? চব্বিশঘণ্টার মধ্যে শুরু সেই জল্পনা। কারণ, ভিভিএস লক্ষ্মণের শুভেচ্ছা টুইট। আর তাতে সৌরভের পালটা।
advertisement
টুইটারে লক্ষ্মণ লিখেছেন, বোর্ড প্রেসিডেন্ট সৌরভকে শুভেচ্ছা। কোনও সন্দেহ নেই, সৌরভের হাতেই ফের ঘুরে দাঁড়াবে ভারতীয় ক্রিকেট। নতুন ভূমিকায় দাদাকে শুভেচ্ছা। সৌরভের পালটা টুইট, ধন্যবাদ ভিভিএস। তোমার অবদান ভীষণ গুরুত্বপূর্ণ।
advertisement
সিএবি প্রেসিডেন্ট হওয়ার পরেই বাংলা ক্রিকেটের উন্নয়নে উপদেষ্টা হিসেবে লক্ষ্মণকে এনেছিলেন সৌরভ। এবার কী তাঁর হাতেই নির্বাচন কমিটির দায়িত্ব তুলে দেওয়ার পরিকল্পনা করছেন? মুম্বইয়ে গুঞ্জন...
advertisement
তেইশে অক্টোবর শেষ হচ্ছে এমএসকে প্রসাদদের মেয়াদ। তা-হলে পরবর্তী জাতীয় নির্বাচক কে? দৌড়ে ভাসছে ভিভিএস লক্ষ্মণ এবং বীরেন্দ্র সেহওয়াগের নাম। টিম ইন্ডিয়ায় দুই প্রাক্তনই মহারাজ ঘনিষ্ঠ। বাংলা এবং দেশের ক্রিকেটে সৌরভের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে লক্ষ্মণের। একসময় প্রশাসক নিযুক্ত উপদেষ্টা কমিটিতে সচিন-সৌরভের সঙ্গী ছিলেন ভিভিএস। জাতীয় নির্বাচন কমিটিতে থাকতে পারেন জাহির খানের মতো প্রাক্তনও।দায়িত্ব নেওয়ার পর থেকেই তাঁর ফোকাসে প্রথম শ্রেণির ক্রিকেটের উন্নতির কথা বলছেন বোর্ড প্রেসিডেন্ট।
advertisement
এই ইঙ্গিতে স্পষ্ট সৌরভের বিসিসিআইয়ে দায়িত্ব বাড়ছে রাহুল দ্রাবিড়ের। সূত্রের দাবি, কিং ইলেভেন পঞ্জাবের কোচ হওয়ায় কুম্বলের সার্ভিস হয়তো পাচ্ছেন না মহারাজ। কিন্তু আগামী দশ মাসে কোথায় ফিট করবেন সচিন তেন্ডুলকর ? মহারাজের ভারতীয় ক্রিকেটে এটাই এখন লাখ টাকার প্রশ্ন।
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
সৌরভের বোর্ডে কি ‘ফ্যাব ফোর’, নির্বাচন কমিটির শীর্ষে কি লক্ষ্মণ,দৌড়ে সেওয়াগও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement