এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস উড়ানে মদ্যপ যাত্রী, যা করলেন এয়ার হোস্টেসের সঙ্গে! ফল হল মারাত্মক!
- Published by:Tias Banerjee
Last Updated:
এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন সম্প্রতি আরও একটি এয়ার ইন্ডিয়ার বিমানে মাঝআকাশে বিশৃঙ্খলার ঘটনা ঘটে। ওই ঘটনা ছিল অমৃতসর থেকে দিল্লিগামী বিমানে, যেখানে এক যাত্রী অবতরণের কিছু আগে অপর যাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেন।
দুবাই থেকে জয়পুরগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানে এক মদ্যপ যাত্রী মহিলা ক্রু সদস্যের সঙ্গে অসভ্য আচরণ করেন, এমনই অভিযোগ জানিয়েছে সংস্থা। ঘটনার পর বিমান সংস্থার পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সংবাদ সংস্থা ANI-কে সূত্র মারফত জানানো হয়েছে, বিমানে উড়ানের সময় এক যাত্রী, যিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে ধারণা, তিনি কেবিন ক্রুর এক সদস্যের সঙ্গে দুর্ব্যবহার করেন। বিমানটি জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সঙ্গে সঙ্গে ঘটনাটি নিরাপত্তা কর্তৃপক্ষকে জানানো হয়।
advertisement
advertisement
এরপর পুলিশকে বিষয়টি জানানো হয় এবং বিমান সংস্থার পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। বর্তমানে ঘটনাটির তদন্ত শুরু হয়েছে বলে খবর।
একটি সূত্র ANI-কে জানিয়েছে,
“বিমান সংস্থা একটি আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে। ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।”
advertisement
তবে অভিযুক্ত যাত্রীর পরিচয় বা ঠিক কী ধরনের অসভ্য আচরণ তিনি করেছেন, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তদন্ত চলছে বলেই বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন সম্প্রতি আরও একটি এয়ার ইন্ডিয়ার বিমানে মাঝআকাশে বিশৃঙ্খলার ঘটনা ঘটে। ওই ঘটনা ছিল অমৃতসর থেকে দিল্লিগামী বিমানে, যেখানে এক যাত্রী অবতরণের কিছু আগে অপর যাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেন।
advertisement
এয়ার ইন্ডিয়ার একটি অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়েছে,
“কেবিন ক্রুর এক সদস্য দেখেন, একজন যাত্রী আইলের মধ্যে দাঁড়িয়ে অপর যাত্রীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছেন। দ্বিতীয় যাত্রী অভিযোগ করেন, প্রথমজন তাঁকে গালিগালাজ করছেন।”
পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয়, তাই কেবিন ক্রু হস্তক্ষেপ করেন এবং অভিযোগকারী যাত্রীকে বসানো হয় বিজনেস ক্লাসে, অবতরণ পর্যন্ত। বিতর্কে জড়ানো যাত্রীকে বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের হাতে তুলে দেওয়া হয়।
advertisement
DGCA (Directorate General of Civil Aviation)-র নিয়ম অনুযায়ী, এমন ধরনের ঘটনাকে বিমান সংস্থাগুলিকে গুরুত্ব সহকারে নিতে হয়। নিয়ম অনুযায়ী, বিমান সংস্থাকে নিজস্ব অভ্যন্তরীণ কমিটি গঠন করে তদন্ত চালাতে হয়, এবং প্রয়োজনে অভিযুক্ত যাত্রীকে ‘নো-ফ্লাই’ তালিকাতেও রাখা হতে পারে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 29, 2025 11:31 AM IST