বার্থ সার্টিফিকেট নিয়ে এবার বিশাল কড়াকড়ি! কোন অনুমোদন ছাড়া মিলবে না শংসাপত্র?  

Last Updated:

পঞ্চায়েতে শুধু সই নয়, এবার দরকার ফিল্ড ভেরিফিকেশন আর স্বাস্থ্যকর্তার সিল — জন্মের প্রমাণ যেন আর কারও হাতে তৈরি না হয়, সেটা নিশ্চিত করতেই এই কঠিন পদক্ষেপ।

বার্থ সার্টিফিকেট নিয়ে এবার বিশাল কড়াকড়ি! কোন অনুমোদন ছাড়া মিলবে না শংসাপত্র?  
বার্থ সার্টিফিকেট নিয়ে এবার বিশাল কড়াকড়ি! কোন অনুমোদন ছাড়া মিলবে না শংসাপত্র?  
কলকাতা: রাজ্যে জন্ম শংসাপত্র (বার্থ সার্টিফিকেট) জারি নিয়ে এবার আরও কড়াকড়ি। শুধুমাত্র পঞ্চায়েত প্রধানের সইতে আর মিলবে না শংসাপত্র। লাগবে বিএমওএইচ (ব্লক মেডিক্যাল অফিসার অফ হেলথ)-এর অনুমোদন।
নবান্ন সূত্রে খবর, সম্প্রতি পাঠানখালি গ্রাম পঞ্চায়েত-সহ রাজ্যের একাধিক পঞ্চায়েতে জন্ম শংসাপত্র সংক্রান্ত দুর্নীতির অভিযোগ ওঠার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্নে শীর্ষ স্তরের প্রশাসনিক বৈঠকে এই নতুন ব্যবস্থা কার্যকর করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
advertisement
advertisement

নতুন নিয়ম কী বলছে?

  • জন্ম শংসাপত্র পেতে গেলে, পঞ্চায়েত প্রধান সরাসরি সই করে তা ইস্যু করতে পারবেন না।
  • পঞ্চায়েত প্রধানকে ওই আবেদনের অনুমোদন নিতে হবে সংশ্লিষ্ট ব্লকের বিএমওএইচ-এর কাছ থেকে।
  • advertisement
  • যেই শিশুর নামে সার্টিফিকেট ইস্যু হবে, সেই পরিবার ও শিশুর অস্তিত্ব মাঠে গিয়ে যাচাই করবেন এলাকার আশা কর্মীরা।
  • যাচাইয়ের পরে ওই রিপোর্ট জমা পড়বে বিএমওএইচ-এর কাছে।
  • বিএমওএইচ সেই রিপোর্ট খতিয়ে দেখে অনলাইনে জন্ম-মৃত্যু পোর্টালে অনুমোদন দিলেই মিলবে জন্ম শংসাপত্র।
  • জন্ম-মৃত্যু পোর্টালে নিরাপত্তা জোরদার

    এই পুরো প্রক্রিয়াটি রাজ্যের জন্ম-মৃত্যু পোর্টালের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকবে। যাতে কোনওরকম ভুয়ো আবেদন কিংবা অসত্য তথ্য দিয়ে জন্ম শংসাপত্র না জারি হয়, সেই জন্যই এই সতর্কতা ও যাচাই প্রক্রিয়া।
    advertisement
    প্রশাসনের একাংশ জানাচ্ছে, জন্ম শংসাপত্র এখন শুধু পরিচয় প্রমাণ নয়, স্কুলে ভর্তি, সরকারি প্রকল্প, এমনকি আধার বা রেশন কার্ডের সঙ্গে যুক্ত — ফলে এই সার্টিফিকেটের গায়ে “জালিয়াতির ছোঁয়া” রুখতে এই কঠোরতা জরুরি ছিল।
    view comments
    বাংলা খবর/ খবর/কলকাতা/
    বার্থ সার্টিফিকেট নিয়ে এবার বিশাল কড়াকড়ি! কোন অনুমোদন ছাড়া মিলবে না শংসাপত্র?  
    Next Article
    advertisement
    ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
    ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
    • ব্রোচের মতোই দামি !

    • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

    • দেখে নিন ভাইরাল ছবি

    VIEW MORE
    advertisement
    advertisement