কলকাতা থেকে উড়েছিল বিমান, রাঁচিতে ল্যান্ড করার সময় এ কী হল! যাত্রীদের চিৎকার! বিরাট দুর্ঘটনা ঘটতে চলেছিল আবার?

Last Updated:

রাঁচির বিরসা মুন্ডা বিমানবন্দরে কলকাতা থেকে আসা ইন্ডিগো ফ্লাইট 6E 6144-এর সামনের চাকার টায়ার ফেটে যাওয়ায় বিপত্তি! বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পাঠানো হয়।

রাঁচি বিমানবন্দরে বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল, ইন্ডিগো বিমানের চাকা ফুটো — যাত্রীদের পাটনায় পাঠানো হল ট্যাক্সিতে
রাঁচি বিমানবন্দরে বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল, ইন্ডিগো বিমানের চাকা ফুটো — যাত্রীদের পাটনায় পাঠানো হল ট্যাক্সিতে
রাঁচির বিরসা মুন্ডা বিমানবন্দরে শুক্রবার এক বড়সড় দুর্ঘটনা অল্পের জন্য এড়ানো গেল। কলকাতা থেকে আসা ইন্ডিগোর ফ্লাইট 6E 6144 রাঁচিতে অবতরণের পর নিয়মমাফিক চেকআপ চলাকালীন বিমানটির সামনের চাকার টায়ার ফেটে যাওয়া ধরা পড়ে। ঘটনার সময় ছিল দুপুর ৩:১৫ নাগাদ। বিমানটি নিরাপদে অবতরণ করলেও এই প্রযুক্তিগত ত্রুটির কারণে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানের উড়ান বাতিল করে সেটিকে স্থগিত রাখা হয়।
বিমানবন্দরের অধিকর্তা আরআর মৌর্য জানান, অবতরণের পরে পাইলট সামনের চাকায় সমস্যা অনুভব করেন এবং সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমকে জানানো হয়। এরপর বিমানটিকে আর ওড়ানো হয়নি এবং তৎক্ষণাৎ প্রযুক্তিগত দলের মাধ্যমে তদন্ত শুরু হয়। প্রাথমিক তদন্তে চাকা ফুটো হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। বিশেষজ্ঞদের একটি দল মেরামত এবং নিরাপত্তা পরীক্ষার কাজে নেমে পড়ে। অধিকর্তা জানান, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং বিমানটিকে তখন পর্যন্ত স্থগিত রাখা হবে যতক্ষণ না সমস্যা পুরোপুরি সমাধান হয়।
advertisement
advertisement

যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা

advertisement
ঘটনার পর বিমানে থাকা যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছে দিতে অন্যান্য ব্যবস্থা নেওয়া হয়। পাটনাগামী যাত্রীদের ট্যাক্সির মাধ্যমে পাঠানো হয়, আর লখনউগামী যাত্রীদের দিল্লির সংযোগকারী বিমানে স্থানান্তর করা হয়। ইন্ডিগো সংস্থা যাত্রীদের হওয়া অসুবিধার জন্য ক্ষমা প্রার্থনা করেছে এবং বিনামূল্যে খাবার ও থাকার ব্যবস্থাও করে দেয়।

আগেও ঘটেছে এমন ঘটনা

advertisement
উল্লেখযোগ্যভাবে, এটি প্রথমবার নয় যখন বিরসা মুন্ডা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানের সঙ্গে কোনও ঘটনা ঘটল। এর আগেও, ২ জুন তারিখে পাটনা থেকে রাঁচীগামী ইন্ডিগোর ফ্লাইট 6E 6152 একটি শকুনের সঙ্গে ধাক্কা খেয়ে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। একের পর এক এই ধরনের ঘটনা বিমানবন্দর ও এয়ারলাইন্সের প্রযুক্তিগত প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
advertisement

তদন্ত শুরু, নিরাপত্তায় জোর

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) এই ঘটনার গুরুত্ব অনুধাবন করে তদন্ত শুরু করেছে। অধিকর্তা মৌর্য বলেন, “আমাদের প্রধান অগ্রাধিকার হল যাত্রীদের নিরাপত্তা। ঠিক কী কারণে এই প্রযুক্তিগত ত্রুটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, সেই জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে।” ইন্ডিগোও একটি বিবৃতি জারি করে জানিয়েছে, তারা যাত্রী নিরাপত্তার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ এবং গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালানো হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতা থেকে উড়েছিল বিমান, রাঁচিতে ল্যান্ড করার সময় এ কী হল! যাত্রীদের চিৎকার! বিরাট দুর্ঘটনা ঘটতে চলেছিল আবার?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement