'ছেলে চুরি হয়ে গিয়েছে!' বলতেন মা, আসলে ৬ মাসের শিশুটিকে কী করেছেন তিনি? জানলে কেঁপে উঠবেন

Last Updated:

ছেলে চুরির গল্প সাজিয়েও শেষরক্ষা হল না! নদিয়ায় ছয় মাসের শিশুকে শ্বাসরোধ করে খুন করল মা নিজেই?

'ছেলে চুরি হয়ে গিয়েছে!' বলতেন মা, আসলে ৬ মাসের শিশুটিকে কী করেছেন তিনি? জানলে কেঁপে উঠবেন  (Representative Image: AI Generated)
'ছেলে চুরি হয়ে গিয়েছে!' বলতেন মা, আসলে ৬ মাসের শিশুটিকে কী করেছেন তিনি? জানলে কেঁপে উঠবেন (Representative Image: AI Generated)
নদিয়া, কল্যাণী: সন্তান চুরি হয়েছে বলে এলাকায় হইচই ফেলে দেন এক মা। রাতভর খোঁজাখুঁজি, পুলিশের তদন্ত — কিন্তু শেষ পর্যন্ত যা সামনে এল, তা আরও নির্মম, আরও হৃদয়বিদারক। ছয় মাসের পুত্রসন্তানকে নিজেই শ্বাসরোধ করে খুন করে পাশের বাড়ির নির্মীয়মাণ সেপটিক ট্যাংকে ফেলে দেন মা রূপা ঘোষ।
ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণী থানার সগুনা অঞ্চলের তেলিগাছা এলাকায়। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে রূপা ঘোষ হঠাৎ দাবি করেন যে ঘর থেকে তার সন্তান চুরি হয়ে গিয়েছে। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। প্রতিবেশীরা ছুটে আসেন। পুলিশে খবর দেওয়া হয়। শুরু হয় তল্লাশি।
advertisement
advertisement
তদন্তে নামে কল্যাণী থানার পুলিশ। দীর্ঘক্ষণ জেরা করা হয় রূপাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তার বয়ানে অসঙ্গতি লক্ষ্য করেন তদন্তকারীরা। সন্দেহ বাড়তে থাকে। অবশেষে টানা চাপের মুখে রূপা ভেঙে পড়ে এবং স্বীকার করে — তিনিই নিজের সন্তানকে শ্বাসরোধ করে খুন করেছেন এবং দেহটি পাশের বাড়ির নির্মীয়মাণ সেপটিক ট্যাংকে ফেলে দিয়েছেন।
advertisement
পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে কল্যাণী জেএনএম হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। অভিযুক্ত রূপা ঘোষকে গ্রেফতার করা হয়েছে।

নির্মমতার এই ছবিতে স্তব্ধ এলাকা

সগুনা ও তেলিগাছা অঞ্চলে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবেশীরা এই ঘটনা মেনে নিতে পারছেন না। ছয় মাসের একটি শিশুর এমন মৃত্যু, তাও নিজের মায়ের হাতে — এই খবরে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। অনেকেই অভিযুক্ত মায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
advertisement
পুলিশ ঘটনার পেছনের মোটিভ খতিয়ে দেখছে। পারিবারিক কলহ, মানসিক চাপ না কি অন্য কোনও কারণ — সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।
রঞ্জিত সরকার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'ছেলে চুরি হয়ে গিয়েছে!' বলতেন মা, আসলে ৬ মাসের শিশুটিকে কী করেছেন তিনি? জানলে কেঁপে উঠবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement