দিয়াগো-মাল্য চুক্তিতে DRT-র স্থগিতাদেশ

Last Updated:

ফের বেকায়দায় পড়লেন প্রাক্তন লিকার ব্যারন বিজয় মাল্য ৷ সম্প্রতি একটি বিদেশী লিকার কোম্পানি দিয়াগোর সঙ্গে চুক্তি স্বাক্ষর হওয়ার কথা ছিল বিজয় মাল্যর ৷ আইডিবিআই ব্যাঙ্ক থেকে ৯০০ কোটি টাকার ঋণ নিয়েছিল বিজয় মাল্য ৷ কিন্তু সেই ঋণ শোধ করতে পারেনি মাল্য ৷ বিজয় মাল্যর বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ দায়ের করে ইডি ৷ এরপর ডেট রিকভারি ট্রাইবুনাল দিয়াগোর সঙ্গে মাল্যর চুক্তির উপরে নিষেধাজ্ঞা জারি করেছে ৷

#নয়াদিল্লি: ফের বেকায়দায় পড়লেন প্রাক্তন লিকার ব্যারন বিজয় মাল্য ৷ সম্প্রতি একটি বিদেশী লিকার কোম্পানি দিয়াগোর সঙ্গে চুক্তি স্বাক্ষর হওয়ার কথা ছিল বিজয় মাল্যর ৷ আইডিবিআই ব্যাঙ্ক থেকে ৯০০ কোটি টাকার ঋণ নিয়েছিল বিজয় মাল্য ৷ কিন্তু সেই ঋণ শোধ করতে পারেনি মাল্য ৷ বিজয় মাল্যর বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ দায়ের করে ইডি ৷ এরপর ডেট রিকভারি ট্রাইবুনাল দিয়াগোর সঙ্গে মাল্যর চুক্তির উপরে নিষেধাজ্ঞা জারি করেছে ৷ ট্রাইবুনালের তরফে জানানো হয়েছে এখন থেকে না তো বিজয় মাল্য কোনও টাকা তুলতে পারবে না দিয়াগো বিজয় মাল্যকে কোনও টাকা দিতে পারবে ৷ আইডিবিআই ছাড়া আরও তিনটি ব্যাঙ্ক মাল্যকে ‘ডিফল্টার’ হিসেবে ঘোষণা করেছে ৷ বিজয় মাল্যকে নির্দেশ দেওয়া হয়েছে যে তিনি সাময়িকভাবেও কোনও অঙ্কের টাকা তুলতে পারবে না ৷ দিয়াগো কোম্পানির সঙ্গে তার চুক্তিটিও আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে মাল্যকে ৷ এই বিষয়ে আগামী শুনানী চলতি মাসের ২৮ তারিখে হবে বলে জানা গিয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দিয়াগো-মাল্য চুক্তিতে DRT-র স্থগিতাদেশ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement