Draupadi Murmu|| President Oath Ceremony: দেশের ১৫তম রাষ্ট্রপতি পদে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু! ইতিহাসের শরিক হয়ে দিলেন স্বপ্নপূরণের বার্তা

Last Updated:

Draupadi Murmu|| President Oath Ceremony: সংসদের সেন্ট্রাল হলে তাঁকে শপথবাক্য পাঠ করালেন দেশের প্রধান বিচারপতি এন ভি রামানা (NV Ramana)। প্রথম আদিবাসী মহিলা হিসাবে দেশের সর্বোচ্চ নাগরিকের আসনে বসলেন দ্রৌপদী।

১৫তম রাষ্ট্রপতি পদে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু
১৫তম রাষ্ট্রপতি পদে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু
#নয়াদিল্লি : "সমাজের দরিদ্র ও প্রান্তিক মানুষও স্বপ্ন দেখতে পারে, তাঁদের স্বপ্নও পূরণ হয়"। আজ ভারতীয় প্রজাতন্ত্রের মুখ হিসেবে প্রথম মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শপথ আরও একবার প্রমাণ করে দিল ভারতীয় গণতন্ত্রের নজিরবিহীন শ্রেষ্ঠত্ব। ভারতের ১৫ তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়ে দ্রৌপদী মুর্মু বলেন, "এটিই প্রমাণ যে দরিদ্ররাও স্বপ্ন দেখতে পারে এবং তাঁদের স্বপ্ন পূরণও করতে পারে' (Draupadi Murmu|| President Oath Ceremony)।
সংসদের সেন্ট্রাল হলে তাঁকে শপথবাক্য পাঠ করালেন দেশের প্রধান বিচারপতি এন ভি রামানা (NV Ramana)। প্রথম আদিবাসী মহিলা হিসাবে দেশের সর্বোচ্চ নাগরিকের আসনে বসলেন দ্রৌপদী। শপথ নেওয়ার আগে এদিন সকালে রাজঘাটে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন নতুন রাষ্ট্রপতি। বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও দেখা করেন দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)।
advertisement
advertisement
শপথপর্বে দ্রৌপদীর (Draupadi Murmu) পরনে কী ধরনের শাড়ি থাকবে, তা নিয়ে চর্চা ছিলই। তবে জল্পনা শোনা গিয়েছিল যে, রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার সময় বছর চৌষট্টির দ্রৌপদী সনাতনী সাঁওতালি শাড়িই বেছে নিতে পারেন। প্রসঙ্গত, এমনই একটি শাড়ি নিয়ে শনিবারই দিল্লি পাড়ি দিয়েছিলেন দ্রৌপদীর ভ্রাতৃজায়া সুকরি টুডু। তবে শেষ পর্যন্ত তেমনটা হয়নি (Draupadi Murmu|| President Oath Ceremony)।
advertisement
advertisement
আদিবাসী উপজাতী সমাজের অন্তর্ভুক্ত হয়ে রাষ্ট্রপতি হওয়ার সুযোগ পেয়েছেন দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে তিনি বলেন, "আমি আদিবাসী সমাজের অন্তর্গত, এবং আমি ওয়ার্ড কাউন্সিলর থেকে আজ ভারতের রাষ্ট্রপতি হওয়ার সুযোগ পেয়েছি। এটাই ভারতের মাহাত্ম্য। ভারত মাতার জয়।
বাংলা খবর/ খবর/দেশ/
Draupadi Murmu|| President Oath Ceremony: দেশের ১৫তম রাষ্ট্রপতি পদে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু! ইতিহাসের শরিক হয়ে দিলেন স্বপ্নপূরণের বার্তা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement