মৌসুমী অক্ষরেখার বাইরে দিয়ে যাওয়া, নিম্নচাপের পরিস্থিতি তৈরি না-হওয়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির প্রতিবন্ধক। চলতি সপ্তাহে বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস হাওয়া অফিস দিলেও তা যে দীর্ঘস্থায়ী হবে না, তাও তারা জানিয়েছে। তাই রবিবার কলকাতা এবং তর পার্শ্ববর্তী অঞ্চলে দিনভর মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টির কারণে সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই নীচের দিকে৷