দিল্লিতে ছেলের সামনেই যাত্রীকে চড়! ক্যাব চালকের বিরুদ্ধে গর্জে উঠল নেটদুনিয়া

Last Updated:

নিজের ছয় বছরের ছেলের সামনে শারীরিক নিগ্রহের শিকার হতে হল এক বাবাকে। কাঠগড়ায় ক্যাবের চালক। নিগৃহীত ব্যক্তি শুক্রবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সবিস্তারে ওই ঘটনাটির বর্ণনা দিয়েছেন।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
নয়াদিল্লি:  নিজের ছয় বছরের ছেলের সামনে শারীরিক নিগ্রহের শিকার হতে হল এক বাবাকে। কাঠগড়ায় ক্যাবের চালক। নিগৃহীত ব্যক্তি শুক্রবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সবিস্তারে ওই ঘটনাটির বর্ণনা দিয়েছেন। গত মাসে দিল্লি বিমানবন্দর থেকে একটি ক্যাব বুক করেছিলেন ওই যাত্রী।
পোস্টে ওই ব্যক্তি লিখেছেন, “গত মাসে আমি যখন মেডিক্যাল ব্রেকে দিল্লিতে ছিলাম, তখন বিমানবন্দর থেকে একজনকে পিক-আপ করতে যাওয়ার কথা ছিল। আমার ছেলেও ছিল আমার সঙ্গে। আমরা একটি ক্যাব বুক করি। তবে ক্যাব চালক ওই রাইড ক্যান্সেল করার কথা বলেন এবং তাঁর থেকে নগদ টাকাও দাবি করেন। আমি তা দিতে অস্বীকার করি। অনিচ্ছা সত্ত্বেও উনি ট্রিপ চালু করেন। তবে আমাদের বাড়ির বিপরীত দিকে গাড়ি চালাতে শুরু করেন তিনি। আমি বললে তিনি বলেন যে, যানজট রয়েছে।”
advertisement
advertisement
তিনি আরও জানান,  এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন তাঁর ছেলে। ফলে সাহায্যের জন্য ক্যাব কোম্পানীর সাপোর্ট একজিকিউটিভ এবং পুলিশকে কল করতে বাধ্য হন তিনি।
advertisement
তিনি আরও লিখেছেন, “আমরা এক কিলোমিটারও যাইনি, আচমকাই গাড়ি থামিয়ে দেন ওই চালক। আমায় অতিরিক্ত টাকা দিতে বলেন। এরপরে ক্ষিপ্ত হয়ে চিৎকার করতে শুরু করেন তিনি। আমার ৬ বছরের ছেলে ভয় পেয়ে গাড়ি থেকে নামতে বলে। নিজের সন্তানকে ওভাবে দেখতে পারিনি বলে ওকে শান্ত করার চেষ্টা করছিলাম। আমি অ্যাপ এবং পুলিশ হেল্পলাইনে যোগাযোগ করি। আমি ও আমার ছেলে গাড়ি থেকে নেমে যাই, তখন ওই চালক আমার ব্যাগ ছিনিয়ে নেন। আমি এরপর তাঁর ছবি তুলি। তখনই ক্যাব চালক বেরিয়ে এসে আমায় চড় মারেন।”
advertisement
কিরণের পোস্টকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। অসংখ্য মানুষ অভিযোগকারী কিরণ ভার্মার পাশে দাঁড়িয়েছে। ওই ক্যাপ কোম্পানীকে পদক্ষেপ করার জন্য আর্জি জানিয়েছেন নেটিজেনরা। সেই সঙ্গে যাত্রী সুরক্ষার নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
তিনি শনিবার একটি ফলো-আপ ভিডিও শেয়ার করেছেন। সেখানে তাঁকে অন্য ওই একই কোম্পানীর এক ক্যাব চালকের প্রশংসা করতে দেখা গিয়েছে। ভিডিওর ক্যাপশনে কিরণ লিখেছেন যে, “আসল নায়ককে দেখুন। যিনি সেদিন ওই ঝামেলা থামিয়েছেন। না হলে ওই ক্যাব চালক আমায় আরও মারতেন।”
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দিল্লিতে ছেলের সামনেই যাত্রীকে চড়! ক্যাব চালকের বিরুদ্ধে গর্জে উঠল নেটদুনিয়া
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement