Shah Rukh Khan and Rihanna: অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে রিহানার সঙ্গে নাচ শাহরুখের! দাঁড়িয়ে দেখলেন সুহানা

Last Updated:

Shah Rukh Khan and Rihanna: অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের তিনদিনের প্রাক-বিবাহ অনুষ্ঠানে চাঁদের হাট। পারফর্ম করেছেন দেশ-বিদেশের শিল্পীরা। রিহানা থেকে অরিজিৎ সিং, বাদ যাননি কেউ। তবে রিহানার অনুষ্ঠান নিয়েই আলোচনা সবচেয়ে বেশি। গানের তালে তালে শাহরুখ খানের সঙ্গে পা মিলিয়েছেন রিহানাও।

শাহরুখ খানের সঙ্গে নাচছেন রিহানা
শাহরুখ খানের সঙ্গে নাচছেন রিহানা
জামনগর: অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের তিনদিনের প্রাক-বিবাহ অনুষ্ঠানে চাঁদের হাট। পারফর্ম করেছেন দেশ-বিদেশের শিল্পীরা। রিহানা থেকে অরিজিৎ সিং, বাদ যাননি কেউ। তবে রিহানার অনুষ্ঠান নিয়েই আলোচনা সবচেয়ে বেশি। বেশ কয়েকটি ভিডিও এসেছে সামনে। তার মধ্যে একটি ভিডিও দেখা গিয়েছে, গানের তালে তালে শাহরুখ খানের সঙ্গে নাচছেন রিহানা। জিঙ্গাতে গায়িকা পা মিলিয়ে ছিলেন জাহ্নবী কাপুরের সঙ্গেও।
ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, ডান্স ফ্লোরে অতিথিদের ভিড়। মাঝখানে গানের তালে পা মেলাচ্ছেন রিহানা সঙ্গে শাহরুখ। ছবিতে শাহরুখের কন্যা সুহানাকেও দেখা গিয়েছে। অতিথিদের সঙ্গে দাঁড়িয়ে আছেন তিনিও। দেখছেন রিহানাকে।
advertisement
সোশ্যাল মিডিয়ায় শাহরুখের আরও একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে অবশ্য রিহানা নেই। সপরিবারে দাঁড়িয়ে রয়েছেন শাহরুখ। স্ত্রী গৌরী খান, কন্যা সুহানা এবং ছেলে আব্রামের সঙ্গে পোজ দিচ্ছেন বলিউডের বাদশা। সুহানার পরনে লাল পোশাক। শাহরুখ এবং আব্রাম সেজেছেন কালো স্যুট আর ট্রাউজারে। গৌরী পরেছেন কমলা রঙের শাড়ি।
advertisement
শনিবার রাতের প্রাক-বিবাহ অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন শাহরুখ খান। তারও কিছু ভিডিও ভাইরাল। দেখা যাচ্ছে, মঞ্চ থেকে অতিথিদের সঙ্গে কথা বলছেন বাদশা।
advertisement
‘নাটু নাটু’ গানে শাহরুখ, সলমন এবং আমিরের নাচ নিয়েও জোর চর্চা চলছে। অস্কার জয়ী এই গানের সঙ্গে পা মেলান বলিউডের তিন খান। সে এক দেখার মতো দৃশ্য। উচ্ছ্বাসে ফেটে পড়েন অতিথিরা। সুহানা খান, অনন্যা পান্ডে, নভ্যা নভেলি নন্দা, শানায়া কাপুর এবং দিলজিৎ দোসাঞ্জদের পারফরম্যান্সেও অংশ নেন শাহরুখ।
advertisement
শাহরুখ, সলমন, আমির ছাড়াও বলিউডের তাবড় সেলেব্রিটিরা অংশ নিয়েছিলেন। এর মধ্যে রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদবানি, সইফ আলি খান, করিনা কাপুর খান, মাধুরী দীক্ষিত, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, সারা আলি খান, ইব্রাহিম আলি খান, অনন্যা পান্ডে, আদিত্য রায় কাপুর। উপস্থিত ছিলেন রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, রণবীর কাপুর, আলিয়া ভাটরাও।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shah Rukh Khan and Rihanna: অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে রিহানার সঙ্গে নাচ শাহরুখের! দাঁড়িয়ে দেখলেন সুহানা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement