Anant Ambani-Radhika Merchant Pre-Wedding: ইভাঙ্কা ট্রাম্প থেকে শুরু করে সুহেল শেঠ! অনন্ত-রাধিকার প্রাক-বিবাহের অনুষ্ঠানে চাঁদের হাট

Last Updated:

Anant Ambani-Radhika Merchant Pre-Wedding: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প এবং তাঁর স্বামী জ্যারেড কুশনার, টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেকরন এবং উদ্যোক্তা ও কলামিস্ট সুহেল শেঠও জামনগরে উপস্থিত ছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির প্রাক-বিবাহ উৎসবে।

জামনগর: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প এবং তাঁর স্বামী জ্যারেড কুশনার, টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেকরন এবং উদ্যোক্তা ও কলামিস্ট সুহেল শেঠও জামনগরে উপস্থিত ছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির প্রাক-বিবাহ উৎসবে।
অনন্ত, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র, এই বছরেই এনকোর হেলথকেয়ারের সিইও বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টকে বিয়ে করবেন৷
advertisement
গুজরাতের জামনগরে বসেছে অনন্ত-রাধিকার প্রাক-বিবাহের জমকালো আসর। তিন দিনের ধরে চলবে প্রি-ওয়েডিং। এই অনুষ্ঠানে যেমন রয়েছে নানা চমক, তেমন অতিথি তালিকাও ঠাসা তারকায়। পাশাপাশি বিশ্ব ও দেশের নামজাদা সব শিল্পপতিরাও উপস্থিত রয়েছেন এই অনুষ্ঠানে। বাদ পড়েনি বিশ্ব নেতা, রাজপরিবারের সদস্যরাও। এমনকী ক্রীড়া জগতের বহু তারকাও এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। প্রায় ১২০০ জন রয়েছে অতিথি তালিকায়। পপ সুপারস্টার রিহানা, বিল গেটস, মার্ক জুকারবার্গ, সুন্দর পিচাই এবং ইভাঙ্কা ট্রাম্পও রয়েছেন সেই লিস্টে।
advertisement
অতিথিদের তালিকায় কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন জসিম আল থানি, স্টিফেন হারপার ও ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুক এবং রানী জেটসুন পেমাও রয়েছেন।
গুজরাতের জামনগরে অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহের অনুষ্ঠান চলতি মাসের ৩ তারিখ পর্যন্ত চলবে। বলিউড থেকে শাহরুখ খান, সলমন খান, অক্ষয় কুমার, আমির খান, আলিয়া ভাট, রণবীর কাপুর, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, অনন্যা পান্ডে, আদিত্য রায় কাপুর, থেকে শুরু করে সুহানা খান, জাহ্নবী কাপুর, দিলজিৎ দোসাঞ্ঝ, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, মাধুরী দীক্ষিত, সাইনা নেহওয়াল, জেনেলিয়া এবং রিতেশ দেশমুখ, শাহিদ কাপুর, মনীশ মালহোত্রা, কিয়ারা আডবাণী, সিদ্ধার্থ মালহোত্রা, বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুর-সহ আরও অনেকে।
বাংলা খবর/ খবর/দেশ/
Anant Ambani-Radhika Merchant Pre-Wedding: ইভাঙ্কা ট্রাম্প থেকে শুরু করে সুহেল শেঠ! অনন্ত-রাধিকার প্রাক-বিবাহের অনুষ্ঠানে চাঁদের হাট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement