Anant Ambani-Radhika Merchant: রণবীরের সঙ্গে গরবা হবু মা দীপিকার! অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ উৎসবের বিশেষ ঝলক
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Anant Ambani-Radhika Merchant: অন্তঃসত্ত্বা হওয়ায় দীপিকা ছিলেন খানিক সাবধানি। গানের সঙ্গে তাল মেলালেও পুরোপুরি নাচতে দেখা যায়নি তাঁকে।
জামনগর: অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানে মেতে উঠেছে জামনগর। সাজ সাজ রব চারদিকে। অতিথি তালিকায় প্রায় গোটা বলিউড। তবে শনিবারের আসরে বিশেষ ভাবে নজর কাড়েন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন।
প্রাক-বিবাহ অনুষ্ঠানে হাতে ডান্ডিয়া নিয়ে গরবায় মেতে উঠলেন হবু মা-বাবা। সোনালি লেহঙ্গা চোলি, ভারি গয়না এবং মানানসই মেকআপে নজর কাড়েন দীপিকা। রণবীর সেজে ওঠেন কালো এবং নীল রঙা শেরওয়ানিতে। শুধু গরবাই নয়, ‘দিল ধড়কনে দো’ র ‘গল্লা গুরিয়া’ গানেও নেচে ওঠেন তারকা-দম্পতি। অন্তঃসত্ত্বা হওয়ায় দীপিকা ছিলেন খানিক সাবধানি। গানের সঙ্গে তাল মেলালেও পুরোপুরি নাচতে দেখা যায়নি তাঁকে। তবে রণবীর বরাবরের মতোই মঞ্চ মাতিয়ে তুলেছেন।
advertisement
advertisement
advertisement
গত বৃহস্পতিবার সন্তান আসার খবর প্রকাশ্যে আনেন রণবীর-দীপিকা। সেই সুখবর দেওয়াই পরেই অনন্ত-রাধিকার বিশেষ দিনে সামিল হতে জামনগর উড়ে যান তাঁরা। অনুষ্ঠানে যোগ দিতে ভারত তথা সারা বিশ্বের ব্যবসা, রাজনীতি, বিনোদন এবং ক্রীড়া দুনিয়ার নামীদামি ব্যক্তিত্বরা সেখানে পৌঁছেছেন। বলিউড থেকে শাহরুখ খান, আমির খান এবং সলমন খান-সহ জনপ্রিয় ভারতীয় তারকারা পরিবারের সঙ্গে উপস্থিত। অক্ষয় কুমার এবং তাঁর স্ত্রী টুইঙ্কেল খান্না, আদিত্য রায় কাপুর, জাহ্নবী কাপুর, সইফ আলি খান, করিনা কাপুর খানের মতো তারকারাও রয়েছেন অতিথি তালিকায়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 03, 2024 10:01 AM IST