Anant Ambani-Radhika Merchant: ধুমধাম করে শুরু অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ উৎসব! মাতিয়ে রাখল শিবানীর পারফরম্যান্স
- Reported by:Trending Desk
- trending desk
- Published by:Sanchari Kar
Last Updated:
Anant Ambani-Radhika Merchant: মহাধুমধামের সঙ্গে চলছে উদযাপন। এর মধ্যেই প্রাক-বিবাহ অনুষ্ঠানে অভিনেত্রী তথা গায়িকা শিবানী দান্ডেকরের পারফরম্যান্সের ভিডিও সামনে এল।
জামনগর: শুক্রবার থেকে গুজরাতের জামনগরে বসেছে অনন্ত-রাধিকার প্রাক বিবাহ বাসর। মহাধুমধামের সঙ্গে চলছে উদযাপন। এর মধ্যেই প্রাক-বিবাহ অনুষ্ঠানে অভিনেত্রী তথা গায়িকা শিবানী দান্ডেকরের পারফরম্যান্সের ভিডিও সামনে এল।
ইনস্টাগ্রামে ‘ভাইরাল ভায়ানি’ হ্যান্ডেল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, কমলা রঙের জমকালো গাউনে সেজেছেন শিবানী। অতিথিদের মনোরঞ্জনের জন্য বেছে নিয়েছেন আশা ভোঁসলের সেই আইকনিক ট্র্যাক ‘আইয়ে মেহেরবান…’।
প্রসঙ্গত, প্রাক-বিবাহ অনুষ্ঠানে গান গেয়েছেন পপতারকা রিহানাও। এছাড়া ম্যাজিক দেখাবেন বিখ্যাত জাদুকর ডেভিড ব্লেইন। এছাড়াও আসর জমাবেন অরিজিৎ সিং, অজয়-অতুল এবং দিলজিৎ দোসাঞ্ঝের মতো দেশি এবং আন্তর্জাতিক শিল্পীরা।
advertisement
advertisement
এর আগে অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে অভিনেত্রী স্ত্রী দীপিকা পাড়ুকোনের দুটি ছবি পোস্ট করেছিলেন রণবীর সিং। ছবি দু’টিতে অবশ্য দীপিকার সঙ্গে রণবীর নিজেও রয়েছেন। একটি ছবিতে ক্যামেরায় পোজ দেওয়ার সময় দীপিকার দিকে আবেগঘন দৃষ্টিতে চেয়ে আছেন রণবীর। তাঁর পরনে সাদা স্যুট। দীপিকা পরেছিলেন কালো পোশাক। গলায় নেকলেস, কানে দুল। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেই ছবি পোস্ট করতেই তা নিমেষে ভাইরাল হয়ে যায়।
advertisement
advertisement
অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার দুপুরেই জামনগরে পৌঁছন করিনা কাপুর, সোনম কাপুর, অনিল কাপুর, সইফ আলি খান, বরুণ ধাওয়ান, অনন্যা পাণ্ডে-সহ বলিউডের তাবড় সেলেব্রিটিরা। মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটাররাও পৌঁছে গিয়েছেন জামনগরে।
আরও পড়ুন: ‘অতিথি দেব ভব…’ রাধিকা-অনন্তের প্রাক-বিবাহ অনুষ্ঠানে আমন্ত্রিতদের স্বাগত জানালেন মুকেশ আম্বানি
advertisement
প্রাক-বিবাহ বাসরে দেশি-বিদেশি অতিথিদের যেন চাঁদের হাট। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন মেটা সিইও মার্ক জুকারবার্গ, মরগান স্ট্যানলির সিইও টেড পিক, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, ডিজনির সিইও বব আইগার, ব্ল্যাকরকের সিইও ল্যারি ফিঙ্ক, অ্যাডনক সিইও সুলতান আহমেদ আল জাবের, ইএল রথসচাইল্ডের চেয়ারপার্সন লিন ফরেস্টার ডি রথসচাইল্ড ছাড়াও আরও অনেক ভিভিআইপি, বিশেষ করে ভারতের টাইকুন এবং বিনোদন জগতের নামীদামি ব্যক্তিত্বরা।
advertisement
তিন দিনের প্রাক বিবাহ অনুষ্ঠানের প্রথম দিনকে ‘ইভনিং ইন এভারল্যান্ড’ নাম দেওয়া হয়েছে। এই দিনের ড্রেস কোড ‘এলিগ্যান্ট ককটেল’। দ্বিতীয় দিনের ড্রেস কোড ‘জাঙ্গল ফিভার’। অন্তিম দিনে দু’টি ইভেন্ট। প্রথমটি ‘টাস্কার ট্রেইলস’, ড্রেস কোড ‘ক্যাজুয়াল চিক’। জামনগরের সবুজ পরিবেশের সঙ্গে মানানসই। দ্বিতীয় ইভেন্ট ‘হস্তাক্ষর’। সেই ইভেন্টে ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে সাজবেন অতিথিরা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 02, 2024 11:04 AM IST







