Radhika Merchant: প্রাক-বিবাহের অনুষ্ঠানের 'আফটার পার্টি'তে রঙিন মেজাজে রাধিকা! পোশাক জুড়ে রঙের খেলা

Last Updated:

রাধিকা মার্চেন্ট, শিল্পপতি বীরেন মার্চেন্টের কন্যা এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানির হবু পুত্রবধূ তাঁর প্রাক-বিবাহের উৎসবে মেতে উঠেছেন। তিনি একটি মাল্টিকালার ফ্রেঞ্জ পোশাকে সেজে উঠে ছিলেন। যেটি ডিজাইন করেছেন আশিস গুপ্ত।

রাধিকা মার্চেন্ট
রাধিকা মার্চেন্ট
জামনগর:  রাধিকা মার্চেন্ট, শিল্পপতি বীরেন মার্চেন্টের কন্যা এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানির হবু পুত্রবধূ তাঁর প্রাক-বিবাহের উৎসবে মেতে উঠেছেন। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের এই প্রাক-বিবাহ অনুষ্ঠানটিও নানা চমকে ঠাসা।
রিহানার মতো গ্লোবাল স্টারও তাঁদের এই প্রাক-বিবাহের অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছেন। তাঁর পারফর্মেন্সের পর রাধিকা ১ তারিখে প্রাক-বিবাহের অনুষ্ঠানে একটি নামী ব্র্যান্ডের গাউনে সেজে উঠেছিলেন। তারপর তিনি একটি মাল্টিকালার ফ্রেঞ্জ পোশাকে সেজে উঠে ছিলেন। যেটি ডিজাইন করেছেন আশিস গুপ্ত।

View this post on Instagram

A post shared by Shereen (@shereenlovebug)

advertisement
advertisement
একেবারে পার্টি মুডে ধরা দিয়ে ছিলেন তিনি। রাধিকাকে এই দারুণ লুকে সাজিয়ে তুলেছিলেন সেলিব্রিটি ফ্যাশন স্টাইলিস্ট রিয়া কাপুর। তিনিও তাঁর বোন সোনম কাপুর আহুজা এবং বাবা অনিল কাপুর ও মা সুনিতা কাপুরের সঙ্গে ইভেন্টে উপস্থিত ছিলেন।
advertisement

View this post on Instagram

A post shared by Ashish Gupta (@ashish)

advertisement
যে পোশাকটি রাধিকা পরেছিলেন, সেটি ডিজাইনার আশিস রঙের প্রতি ভালবাসা থেকেই তৈরি করেছিলেন। যেটি পরে একটি মাস্টারপিসে পরিণত হয়।
স্টাইলিস্ট শেরীন, রিয়া কাপুরকে রাধিকা মার্চেন্টের স্টাইলিংয়ে সহায়তা করেছিলেন। সিলুয়েটে তাঁর কয়েকটি মজার ছবি পোস্ট করেছেন। রাধিকার চুল এবং মেকআপ করেছেন সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট লাভলিন রামচন্দানি এবং সেলিব্রিটি হেয়ারস্টাইলিস্ট সঙ্গীতা হেগড়ে। সঙ্গে রাধিকার নামী ব্র্যান্ডের সানগ্লাস ও একজোড়া নামী ব্র্যান্ডের মানানসই জুতো পরে পুরো লুকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছেন।
advertisement

View this post on Instagram

A post shared by News18.com (@cnnnews18)

advertisement
গুজরাতের জামনগরে অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহের অনুষ্ঠান চলতি মাসের ৩ তারিখ পর্যন্ত চলবে। উৎসবে বিল গেটস, মার্ক জুকারবার্গ, ইভাঙ্কা ট্রাম্প, সদগুরু, শাহরুখ খান, সলমন খান, অক্ষয় কুমার, আমির খান, আলিয়া ভাট, রণবীর কাপুর, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, অনন্যা পান্ডে, আদিত্য রায় কাপুর, থেকে শুরু করে সুহানা খান, জাহ্নবী কাপুর, দিলজিৎ দোসাঞ্ঝ, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, মাধুরী দীক্ষিত, সাইনা নেহওয়াল, জেনেলিয়া এবং রিতেশ দেশমুখ, রোহিত শর্মা, হার্দিক পান্ডে, শাহিদ কাপুর, মনীশ মালহোত্রা, অনামিকা খান্না, সন্দীপ খান্না, বেদাং রায়না, শিবানী দান্ডেকর, আনন্দ মাহিন্দ্রা, রাম চরণ, অ্যাটলি, কিয়ারা আডভানি, সিদ্ধার্থ মালহোত্রা, বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুর, এমএস ধোনি, সাক্ষী ধোনি এবং কারিনা কাপুর খান-সহ বহু তারকা এসেছেন।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Radhika Merchant: প্রাক-বিবাহের অনুষ্ঠানের 'আফটার পার্টি'তে রঙিন মেজাজে রাধিকা! পোশাক জুড়ে রঙের খেলা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement