Anant Ambani-Radhika Merchant Pre-Wedding: গানে লিপ মেলাতে মেলাতে আসছেন রাধিকা, দেখে মুগ্ধ অনন্ত! উচ্ছ্বসিত মুকেশ আম্বানি ও নীতা আম্বানি
- Published by:Sayani Rana
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Anant Ambani-Radhika Merchant Pre-Wedding: ছোট ছেলের বিয়ে, মুকেশ আম্বানি ও নীতা আম্বানির আবেগ-উচ্ছ্বাস স্বাভাবিক। অনুষ্ঠানস্থলে হবু স্ত্রী রাধিকা মার্চেন্টের আগমনে অনন্ত আম্বানির প্রতিক্রিয়া এককথায় অমূল্য। ইনস্টাগ্রামে পোস্ট করা বেশ কয়েকটি ভিডিওতে দেখা যাচ্ছে, ‘কভি খুশি কভি গম’ সিনেমার ‘শাভা শাভা’ গাইতে গাইতে অনন্তর দিকে এগিয়ে যাচ্ছেন রাধিকা।
জামনগর: ছোট ছেলের বিয়ে, মুকেশ আম্বানি ও নীতা আম্বানির আবেগ-উচ্ছ্বাস স্বাভাবিক। অনুষ্ঠানস্থলে হবু স্ত্রী রাধিকা মার্চেন্টের আগমনে অনন্ত আম্বানির প্রতিক্রিয়া এককথায় অমূল্য। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
রবিবার ছিল প্রাক-বিবাহ অনুষ্ঠানের তৃতীয় দিন। সেই উপলক্ষ্যে মহা আরতির আয়োজন করেছিল আম্বানি পরিবার। আরতির পরই অনুষ্ঠানস্থলে আসেন রাধিকা। ইনস্টাগ্রামে প্রকাশ্যে আসা বেশ কয়েকটি ভিডিওতে দেখা গিয়েছে, ‘কাভি খুশি কাভি গম’ সিনেমার রোম্যান্টিক গানে লিপ মেলাতে মেলাতে অনন্তর দিকে এগিয়ে যাচ্ছেন রাধিকা।
advertisement
advertisement
এই বিশেষ রাতের জন্য জমকালো সোনালি পোশাকে সেজে ছিলেন রাধিকা। ভিডিও-তে দেখা গিয়েছে, ধীর পায়ে অনন্তর দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। ক্যামেরা ঘুরে যায় বাবা মুকেশ আম্বানি এবং মা নীতা আম্বানির দিকে। তাঁদের চোখে মুখে উচ্ছ্বাস। হাসতে হাসতে হাততালি দিচ্ছেন তাঁরা। অনন্তর বোন ইশা আম্বানিকেও উচ্ছ্বাসে ফেটে পড়তে দেখা গিয়েছে। আর মঞ্চের মাঝে দাঁড়িয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনন্ত। মাঝে মধ্যেই মুখ তুলে দেখছেন, রাধিকাকে। ভিডিওতে বলিউডের জাহ্নবী কাপুর, খুশি কাপুরদেরও আনন্দ করতে দেখা গিয়েছে।
advertisement
গুজরাতের জামনগরে বসেছিল অনন্ত-রাধিকার প্রাক-বিবাহের আসর। জামনগরের সঙ্গে আম্বানি পরিবারের সম্পর্ক বহু পুরনো। জামনগর বিমানবন্দরে প্রতিদিন কম সংখ্যায় বিমান অবতরণ করে। কিন্তু প্রাক বিবাহ অনুষ্ঠান উপলক্ষ্যে এই ক’দিন প্রায় ৫০টি বিমান ওঠানামা করেছে। এর মধ্যে আন্তর্জাতিক বিমানও ছিল। আরআইএল শোধনাগার কমপ্লেক্সের রুট হিসেবে পুরো বিমানবন্দরটিকে গড়ে তুলছে রিলায়েন্স।
advertisement
advertisement
তিন দিনের প্রাক-বিবাহ অনুষ্ঠান নিয়ে শুধু ভারতে নয়, আন্তর্জাতিক মহলেও চলছে জোর চর্চা। প্রথম দিনে আম্বানি ও মার্চেন্ট পরিবারের সামনে পারফর্ম করেন আন্তর্জাতিক পপস্টার রিহানা। ভারতে এটাই ছিল রিহানার প্রথম পারফরম্যান্স। দ্বিতীয় দিনে মঞ্চ কাঁপান শাহরুখ খান, সলমন খান, আমির খান, আলিয়া ভাট, রণবীর কাপুর, জাহ্নবী কাপুর, দিলজিৎ দোসাঞ্ঝরা।
advertisement
দিলজিৎ তাঁর হিট গানগুলো দিয়ে অতিথিদের মুগ্ধ তো করেনই, শাহরুখ খান, করিনা কাপুর, ভিকি কৌশলদের সঙ্গেও আসর মাতান। তৃতীয় দিনে ছিল শুধু গান। দেশের বিখ্যাত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 04, 2024 1:52 PM IST