১৫ অগাস্ট থেকে মদ্যপান নিষিদ্ধ হচ্ছে সমুদ্র সৈকতে
Last Updated:
#পানাজি: কী ভাবছেন, পুজোর ছুটিতে বা বছরের শেষের দিকে বন্ধু অথবা প্রিয়জনের সঙ্গে গোয়া ট্রিপে যাবেন ৷ আর সেখানে গিয়ে সমুদ্র সৈকতে গিয়ে বসে মনোরম পরিবেশে চুটিয়ে মদ্যপান করবেন? উহু! সেটি কিন্তু হচ্ছে না আপাতত ৷ সেই প্ল্যান থাকলে, এখনই বাতিল করুন ৷ কেননা, গোয়ার সমুদ্র সৈকতে বসে মদ্যপান করতে দেখলেই মোটা টাকার জরিমানা করবে পুলিশ ৷
আগামী ১৫ অগাস্ট থেকেই গোটা রাজ্যজুড়ে এই বিধি চালু করতে চলেছে সরকার ৷ জনসমক্ষে মদ খেলে গুণতে হবে মোটা জরিমানা। শুধু তা-ই নয়, প্রকাশ্যে ধূমপান ও প্লাস্টিক ব্যবহার রুখতেও কঠোর হচ্ছে আগের আইন। রাজ্যের আর্থিক বিকাশ নিগম পরিচালিত একটি পক্ষী প্রজনন কেন্দ্রের উদ্বোধনে গিয়ে এ কথা জানান গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকর। সেখানে উপস্থিত সকল দর্শকদের উদ্দেশে নাগরিক দায়িত্ব নিয়ে প্রশ্ন করেন তিনি।
advertisement
তিনি জানান, পনজিম শহর লাগোয়া ফুটপাতে ঢালাও মদ বিক্রি হয়। দেদার মদ্যপানের আসর বসে, প্রকাশ্যে বিয়ার খাওয়ার চল রয়েছে এখানে। সে সব অভ্যাসে রাশ টানতেই এবার কড়া হচ্ছে গোয়া সরকার। পারিকর বলেন, ‘১৫ অগাস্টের পর থেকেই এ সব রুখতে জরিমানা ধার্য করা হবে।’
advertisement
রাজ্যে উদ্দাম মদ্যপান ও বিশৃঙ্খলায় রাশ টানতে এ ছাড়া আর কোনও উপায় মুখ্যমন্ত্রীর ছিল না বলেই মনে করছে রাজনীতি মহল। এখনও পর্যন্ত মদ খাওয়ার জরিমানার অংক ঠিক না হলেও প্লাস্টিক ব্যবহারের জরিমানা ১০০ রুপি থেকে বেড়ে ২৫০০ রুপি হবে ও ধূমপানের জরিমানাও বাড়বে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 17, 2018 8:52 PM IST