#কলকাতা: অসমের নাগরিকপঞ্জি নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনায় রাজ্যের শাসক থেকে বিরোধী ৷ তারই মাঝে অসম NRC বিতর্ক ছাপিয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যে তৈরি হয়েছে নয়া জল্পনা ৷
অসমের মতো বাংলাতেও বিজেপি ক্ষমতায় এলে তৈরি হবে নাগরিকপঞ্জি ৷ রাজ্য বিজেপি সভাপতির এহেন মন্তব্যে অসমের NRC ইস্যুর মধ্যেই আরও একবার এরাজ্যের অনুপ্রবেশকারী ইস্যুটি ফের সামনে এল ৷
অন্যদিকে, অসম নাগরিকপঞ্জি থেকে লক্ষ লক্ষ বাঙালি সহ ৪০ লাখ মানুষের নাম বাদ পড়ায় কেন্দ্রের বিজেপি সরকার এখন তৃণমূল, কংগ্রেস ও বামফ্রন্টের নিশানায় ৷ এদিন নবান্নে সাংবাদিক সম্মেলনে অসমের নাগরিকপঞ্জি থেকে বাদ পড়া মানুষদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বলেন,
শুধু তৃণমূল নয়, কংগ্রেস ও বামফ্রন্টের সমালোচনার পাল্টা জবাব দেন দিলীপ ঘোষ ৷ বলেন, ‘অসম নিয়ে ভুয়ো প্রচার হচ্ছে ৷ কাউকে বের করে দেওয়া হয়নি ৷ সুপ্রিম কোর্টের নির্দেশে চলছে এনআরসি-র কাজ ৷ এনআরসির সিদ্ধান্ত বিজেপি সরকারের নয়, আগের সরকারের সিদ্ধান্ত এনআরসি ৷ বিজেপি কাউকে উৎখাত করেনি ৷ অনুপ্রবেশকারীদের রেয়াত করার কিছু নেই ৷’
আরও পড়ুন
দেশের বাসিন্দা হয়েও রাতারাতি রিফিউজি ৪০ লক্ষ মানুষ’, NCR বিতর্কে কেন্দ্রকে তোপ মমতার
রাজ্য বিজেপি সভাপতির মতে, বাংলার জন্য একই পন্থা নেবে গেরুয়া সরকার ৷ বলেন,
দেশের বাসিন্দা হয়েও রাতারাতি শরণার্থী ৪০ লক্ষ মানুষ ৷ অসমের দ্বিতীয় খসড়া এনআরসি-তে চল্লিশ লক্ষ মানুষের নামে লালকালির দাগ। কার্যত রাতারাতি উদ্বাস্তু হয়ে গেলেন চল্লিশ লক্ষ মানুষ। মোট তিন কোটি তিরিশ লক্ষ আবেদনকারীর মধ্যে প্রকাশিত হয়েছে দু’কোটি নব্বই লক্ষের নাম।বাকিরা যাবেন কোথায়? অনিশ্চয়তা আর আশঙ্কায় বহু মানুষ।
আরও পড়ুন
মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ নিয়ে নয়া মামলা দায়ের হাইকোর্টে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Assam NRC, Assam NRC controversy, Assam NRC list, Dilip Ghosh