আশঙ্কায় চাকরিপ্রার্থীরা, শিক্ষক নিয়োগে প্রকাশিত তালিকা নিয়ে এবার এসএসসির হলফনামা তলব হাইকোর্টের

Last Updated:
#কলকাতা: ফের কলকাতা হাইকোর্টে অস্বস্তির মুখে স্কুল সার্ভিস কমিশন ৷ একাদশ-দ্বাদশ স্তরে শিক্ষক নিয়োগে এসএসসি প্রকাশিত তালিকা নিয়ে আগেই উঠেছে প্রশ্ন ৷ এবার তালিকা নিয়ে এদিন স্কুল সার্ভিস কমিশনকে গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন করে কলকাতা হাইকোর্ট ৷ একইসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের হলফনামা চেয়েছে আদালত ৷ ৬ সপ্তাহের মধ্যে এসএসসিকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি শেখর ববি সরাফ ৷
এদিন কমিশনের কাছে আদালত ফের জানতে চায়, ‘এই তালিকা’র সঠিক অর্থ কী? কমিশনের রুল অনুযায়ী কেন ১=১.৪ অনুপাতে এই মেধাতালিকা তৈরি হয়নি কেন? একইসঙ্গে উচ্চমাধ্যমিক স্তরে মোট শূন্যপদ কত হলফনামা দিয়ে সেই তথ্য স্কুল সার্ভিস কমিশনকে জানানোর নির্দেশ দেন বিচারপতি শেখর ববি সরাফ ৷
একের পর এক মামলার জটে আবদ্ধ শিক্ষক নিয়োগ ৷ এসএসসি একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগকে নিয়ে দায়ের একাধিক মামলা ৷ একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য কাউন্সেলিংয়ের আগে ‘তালিকা ’ প্রকাশ করে হাইকোর্টে প্রশ্নের মুখে স্কুল সার্ভিস কমিশন ৷ ২০১৬ সালের ডিসেম্বর মাসে পরীক্ষায় বসেন প্রায় এক লক্ষ ৪১ হাজার পরীক্ষার্থী ৷ এরপর ৬ জুলাই তাদের ওয়েবসাইটে কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি করে এসএসসি ৷ পিডিএফ ফর্ম্যাটে মেধাতালিকা প্রকাশ না করে কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি করায় প্রথমবারের জন্য বন্ধ হয়ে যায় একাদশ দ্বাদশের কাউন্সেলিং প্রক্রিয়া ৷
advertisement
advertisement
আরও পড়ুন 
বিচারপতি শেখর ববি সরাফ কাউন্সেলিংয়ের ন্যূনতম তিনদিন আগে মেধাতালিকা প্রকাশ করায় নিয়োগ প্রক্রিয়া শুরুর সবুজ সংকেত দেন ৷ আদালতের নির্দেশে, কোর্টের নির্দেশ মতো ১৬ জুলাই মেধাতালিকা প্রকাশ করে কমিশন ৷ সেই মেধাতালিকাতেও অনিয়মের অভিযোগে ফের ১৭ জুলাই দায়ের হয় একটি মামলা ৷ ওই তালিকায় ওঠে একাধিক ক্রুটির অভিযোগ। কমিশনের বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ ও প্যানেল বাতিলের দাবি তুলে আদালতের দ্বারস্থ হন বিশ্বজিৎ বিশ্বাস সহ একাধিক নিয়োগ প্রার্থী ৷
advertisement
আরও পড়ুন 
মামলাকারীদের অভিযোগ, এই ‘তালিকা’ স্কুল সার্ভিস কমিশনের রুল মেনে তৈরি করা হয়নি ৷ এসএসসি-র রুলের ১২ নং ধারা, ৭ও ৮ উপধারা মেনে মেধাতালিকা প্রকাশ করেনি কমিশন ৷
২০১৩ সালের পর ফের একাদশ-দ্বাদশ স্তরে শিক্ষক নিয়োগে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করেছে এসএসির ৷ যত সময় যাচ্ছে বিদ্যালয়গুলিতে দিনদিন বেড়ে চলেছে শূন্য পদ ৷ শিক্ষার গুণগত মান ধরে রাখতে অবিলম্বে রাজ্যে আরও শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তা রয়েছে ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
আশঙ্কায় চাকরিপ্রার্থীরা, শিক্ষক নিয়োগে প্রকাশিত তালিকা নিয়ে এবার এসএসসির হলফনামা তলব হাইকোর্টের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement