আশঙ্কায় চাকরিপ্রার্থীরা, শিক্ষক নিয়োগে প্রকাশিত তালিকা নিয়ে এবার এসএসসির হলফনামা তলব হাইকোর্টের
Last Updated:
#কলকাতা: ফের কলকাতা হাইকোর্টে অস্বস্তির মুখে স্কুল সার্ভিস কমিশন ৷ একাদশ-দ্বাদশ স্তরে শিক্ষক নিয়োগে এসএসসি প্রকাশিত তালিকা নিয়ে আগেই উঠেছে প্রশ্ন ৷ এবার তালিকা নিয়ে এদিন স্কুল সার্ভিস কমিশনকে গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন করে কলকাতা হাইকোর্ট ৷ একইসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের হলফনামা চেয়েছে আদালত ৷ ৬ সপ্তাহের মধ্যে এসএসসিকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি শেখর ববি সরাফ ৷
এদিন কমিশনের কাছে আদালত ফের জানতে চায়, ‘এই তালিকা’র সঠিক অর্থ কী? কমিশনের রুল অনুযায়ী কেন ১=১.৪ অনুপাতে এই মেধাতালিকা তৈরি হয়নি কেন? একইসঙ্গে উচ্চমাধ্যমিক স্তরে মোট শূন্যপদ কত হলফনামা দিয়ে সেই তথ্য স্কুল সার্ভিস কমিশনকে জানানোর নির্দেশ দেন বিচারপতি শেখর ববি সরাফ ৷
একের পর এক মামলার জটে আবদ্ধ শিক্ষক নিয়োগ ৷ এসএসসি একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগকে নিয়ে দায়ের একাধিক মামলা ৷ একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য কাউন্সেলিংয়ের আগে ‘তালিকা ’ প্রকাশ করে হাইকোর্টে প্রশ্নের মুখে স্কুল সার্ভিস কমিশন ৷ ২০১৬ সালের ডিসেম্বর মাসে পরীক্ষায় বসেন প্রায় এক লক্ষ ৪১ হাজার পরীক্ষার্থী ৷ এরপর ৬ জুলাই তাদের ওয়েবসাইটে কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি করে এসএসসি ৷ পিডিএফ ফর্ম্যাটে মেধাতালিকা প্রকাশ না করে কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি করায় প্রথমবারের জন্য বন্ধ হয়ে যায় একাদশ দ্বাদশের কাউন্সেলিং প্রক্রিয়া ৷
advertisement
advertisement
আরও পড়ুন
বিচারপতি শেখর ববি সরাফ কাউন্সেলিংয়ের ন্যূনতম তিনদিন আগে মেধাতালিকা প্রকাশ করায় নিয়োগ প্রক্রিয়া শুরুর সবুজ সংকেত দেন ৷ আদালতের নির্দেশে, কোর্টের নির্দেশ মতো ১৬ জুলাই মেধাতালিকা প্রকাশ করে কমিশন ৷ সেই মেধাতালিকাতেও অনিয়মের অভিযোগে ফের ১৭ জুলাই দায়ের হয় একটি মামলা ৷ ওই তালিকায় ওঠে একাধিক ক্রুটির অভিযোগ। কমিশনের বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ ও প্যানেল বাতিলের দাবি তুলে আদালতের দ্বারস্থ হন বিশ্বজিৎ বিশ্বাস সহ একাধিক নিয়োগ প্রার্থী ৷
advertisement
আরও পড়ুন
মামলাকারীদের অভিযোগ, এই ‘তালিকা’ স্কুল সার্ভিস কমিশনের রুল মেনে তৈরি করা হয়নি ৷ এসএসসি-র রুলের ১২ নং ধারা, ৭ও ৮ উপধারা মেনে মেধাতালিকা প্রকাশ করেনি কমিশন ৷
২০১৩ সালের পর ফের একাদশ-দ্বাদশ স্তরে শিক্ষক নিয়োগে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করেছে এসএসির ৷ যত সময় যাচ্ছে বিদ্যালয়গুলিতে দিনদিন বেড়ে চলেছে শূন্য পদ ৷ শিক্ষার গুণগত মান ধরে রাখতে অবিলম্বে রাজ্যে আরও শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তা রয়েছে ৷
Location :
First Published :
July 30, 2018 3:49 PM IST