Airlines Update: বিমান উড়ানে নয়া নিয়ম! প্রযুক্তিগত ত্রুটি আর নয় মাসের শেষ থেকেই

Last Updated:

Airlines Update: আগামী ২৮ জুলাইয়ের মধ্যে সমস্ত বিমান সংস্থাগুলিকে এই নিয়ম চালু করতে হবে।

ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনের (Directorate General of Civil Aviation = DGCA) তরফ থেকে গত ১৮ জুলাই দেশের বিভিন্ন এয়ারলাইন সংস্থাগুলিকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। বিমানের প্রযুক্তিগত ত্রুটির কারণে যাত্রীদের নাকাল হওয়ার নানান ঘটনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। যে কারণে প্রযুক্তিগত ত্রুটির ঘটনাগুলির উপর নজর রাখতে বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছেন ডিজিসিএ৷ বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থাগুলি এখন থেকে বাধ্যতামূলক ভাবে বেস এবং ট্রানজিট স্টেশনগুলিতে যথাযথ অনুমোদনের পরেই বিমান চলাচলের পারফিশন পাবে। এর জন্য এয়ারক্রাফ্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং লাইসেন্সপ্রাপ্ত কর্মীরা দায়িত্বে থাকবেন। আগামী ২৮ জুলাইয়ের মধ্যে সমস্ত বিমান সংস্থাগুলিকে এই নিয়ম চালু করতে হবে।
ডিজিসিএ এক বিবৃতিতে জানিয়েছেন, "বর্তমানে এয়ারলাইনগুলিতে প্রায়শই প্রযুক্তিগত ত্রুটির খবর পাওয়া যাচ্ছে"। এয়ারলাইনগুলি নির্ধারিত মান মেনে চলছে কি না তা নিশ্চিত করার জন্য ডিজিসিএ সাম্প্রতিক অতীতে বেশ কয়েকটি স্পটচেকের পরিচালনা করেছে। ওই স্পট চেকিং করার সময় জানা গিয়েছে যে, ভারতের বেশির ভাগ এয়ারলাইনগুলি ভুলভাবে রিপোর্ট করার কারণে নানাবিধ ত্রুটি হচ্ছে। সীমিত দক্ষতা সম্পন্ন ইঞ্জিনিয়ারিং স্টাফের সঠিক ভাবে পরীক্ষা চালাতে পারছেন না। এছাড়াও এয়ারলাইনগুলি ‘মিনিমাম ইকুইপমেন্ট লিস্ট’-এর সাহায্যেই বিমান পরিচালনার কাজ করছে বলেও লক্ষ্য করেছে ডিজিসিএ।
advertisement
advertisement
কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) শীর্ষ মন্ত্রক এবং ডিজিসিএ আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করার একদিন পরেই ডিজিসিএর এই নির্দেশ এসেছে। পরিবহন মন্ত্রী বিভিন্ন বিমান পরিষেবার শীর্ষস্থানীয় কর্তাদের সঙ্গে বৈঠকে জানান যাত্রীদের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং এর সঙ্গে কোনও ভাবেই আপোস করা উচিত নয়।
advertisement
গত তিন মাসে ভারতীয় এয়ারলাইনগুলি বার্ড হিট, উইন্ডশিল্ডের ফাটল, কম্পোনেন্ট ফেলিয়র, ইঞ্জিনের কম্প্রেসার সার্জ এবং ব্লেড ফেলিয়র, মিডল-এয়ার ইঞ্জিন শাট-ডাউন, ফ্লাইট ডাইভারশনের কারণে ফ্লাইট গ্রাউন্ডিংয়ের রিপোর্ট করেছে। চলমান বর্ষাকালে ফ্লাইটে এই ধরনের সমস্যার ফলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রীদের। এর আগে ৬ জুলাই, ডিজিসিএ ১৯ জুন থেকে বিভিন্ন বিমান সংস্থায় প্রযুক্তিগত ত্রুটির অন্তত নয়টি ঘটনার উল্লেখ করার পরে স্পাইসজেটকে (SpiceJet) কারণ দেখানোর নোটিশ জারি করেছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের সুরক্ষার কথা ভেবে ডিজিসিএ-র তরফে কঠোর নির্দেশ দিয়ে এই পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করা হচ্ছে। আগামী ২৮ জুলাইয়ের মধ্যে সমস্ত বিমান সংস্থাগুলিকে এই নিয়ম চালু করতে হবে।
বাংলা খবর/ খবর/দেশ/
Airlines Update: বিমান উড়ানে নয়া নিয়ম! প্রযুক্তিগত ত্রুটি আর নয় মাসের শেষ থেকেই
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement