Deoghar Ropeway Accident: হঠাৎ ধাক্কা রোপওয়েতে! দেওঘরের মর্মান্তিক ভিডিও দেখলে চমকে উঠতে হয়
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Deoghar Ropeway Accident: প্রশাসনিক সূত্রে খবর পাওয়া গিয়েছে, ২ জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। বাকি আহত ৮ জনকে দেওঘর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
#দেওঘর: দেওঘরে রোপওয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। বাবা বৈদ্যনাথ মন্দিরের কাছে ত্রিকূট পাহাড়ের উপর চলা রোপওয়েতে এই দুর্ঘটনাটি ঘটে। খবর পাওয়া গিয়েছে, ৫০-এর বেশি পর্যটক এখনও আটকে রয়েছে, আটকে রয়েছে ১২টি কেবিন। ইতিমধ্যে জোরকদমে উদ্ধার কাজ শুরু করেছে ঝাড়খণ্ড প্রশাসন। কেন্দ্রীয় বায়ুসেনার হেলিকপ্টারের সাহায্যে এখন উদ্ধারকাজ চালানো হচ্ছে।
ঘটনার প্রতক্ষ্যদর্শীরা জানিয়ছেন, যান্ত্রিক ত্রুটির কারণেই দুটি কেবিনের মধ্যে ধাক্কা লাগে। যদিও রোপওয়ে কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে, রোপওয়ে দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। আহতদের মধ্যে এক দম্পতির অবস্থা গুরুতর, কারণ দুর্ঘটনার পর তাঁরা ওই কেবিন থেকে ঝাঁপ দিয়েছিলেন।
advertisement
advertisement
প্রশাসনিক সূত্রে খবর পাওয়া গিয়েছে, ২ জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। বাকি আহত ৮ জনকে দেওঘর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে উদ্ধারকাজের জন্য সেনবাহিনীকে ডাকা হয়েছে। কাজ করছে আইটিবিপি ও এনডিআরএফ-এর দলকে ডাকা হয়েছে। এ ছাড়া বায়ুসেনার হেলিকপ্টারও সোমবার সকাল ৫টা থেকে উদ্ধারকাজে হাত দিয়েছে।
advertisement
2 Dead, Several Injured as Cable Cars in #Jharkhand Ropeway Collide; Rescue Ops On for Dozens Stuck
Read here: https://t.co/J6otfaPn14 pic.twitter.com/4IgeGEFrhY — News18.com (@news18dotcom) April 11, 2022
একটি জাতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দুটি এমআই-১৭ হেলিকপ্টার ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে। এখনও চলছে উদ্ধার কাজ। উদ্ধারকাজ পরিচালনার জন্য একটি জাতীয় বিপর্যয় মোকাবিলা দলকে কাজে নিয়োগ করা হয়েছে। দেওঘরের ডেপুটি কমিশনার জানিয়েছেন, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় মানুষেরা প্রথম থেকেই উদ্ধার কাজের জন্য এগিয়ে এসেছেন। প্রশাসনিক স্তর থেকে জানানো হয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এখনও কয়েকজন মানুষ রোপওয়েতে আটকে রয়েছেন। তাঁদের উদ্ধার করার কাজ চালাচ্ছে প্রশাসন। বাকি পর্যটকদের এলাকা থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 11, 2022 12:56 PM IST