Deoghar Ropeway Accident: হঠাৎ ধাক্কা রোপওয়েতে! দেওঘরের মর্মান্তিক ভিডিও দেখলে চমকে উঠতে হয়

Last Updated:

Deoghar Ropeway Accident: প্রশাসনিক সূত্রে খবর পাওয়া গিয়েছে, ২ জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। বাকি আহত ৮ জনকে দেওঘর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

An IAF helicopter has been doing a recce of the accident spot since 5 a.m. on Monday. (Image: Screengrab/News18)
An IAF helicopter has been doing a recce of the accident spot since 5 a.m. on Monday. (Image: Screengrab/News18)
#দেওঘর: দেওঘরে রোপওয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। বাবা বৈদ্যনাথ মন্দিরের কাছে ত্রিকূট পাহাড়ের উপর চলা রোপওয়েতে এই দুর্ঘটনাটি ঘটে। খবর পাওয়া গিয়েছে, ৫০-এর বেশি পর্যটক এখনও আটকে রয়েছে, আটকে রয়েছে ১২টি কেবিন। ইতিমধ্যে জোরকদমে উদ্ধার কাজ শুরু করেছে ঝাড়খণ্ড প্রশাসন। কেন্দ্রীয় বায়ুসেনার হেলিকপ্টারের সাহায্যে এখন উদ্ধারকাজ চালানো হচ্ছে।
ঘটনার প্রতক্ষ্যদর্শীরা জানিয়ছেন, যান্ত্রিক ত্রুটির কারণেই দুটি কেবিনের মধ্যে ধাক্কা লাগে। যদিও রোপওয়ে কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে, রোপওয়ে দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। আহতদের মধ্যে এক দম্পতির অবস্থা গুরুতর, কারণ দুর্ঘটনার পর তাঁরা ওই কেবিন থেকে ঝাঁপ দিয়েছিলেন।
advertisement
advertisement
প্রশাসনিক সূত্রে খবর পাওয়া গিয়েছে, ২ জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। বাকি আহত ৮ জনকে দেওঘর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে উদ্ধারকাজের জন্য সেনবাহিনীকে ডাকা হয়েছে। কাজ করছে আইটিবিপি ও এনডিআরএফ-এর দলকে ডাকা হয়েছে। এ ছাড়া বায়ুসেনার হেলিকপ্টারও সোমবার সকাল ৫টা থেকে উদ্ধারকাজে হাত দিয়েছে।
advertisement
একটি জাতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দুটি এমআই-১৭ হেলিকপ্টার ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে। এখনও চলছে উদ্ধার কাজ। উদ্ধারকাজ পরিচালনার জন্য একটি জাতীয় বিপর্যয় মোকাবিলা দলকে কাজে নিয়োগ করা হয়েছে। দেওঘরের ডেপুটি কমিশনার জানিয়েছেন, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় মানুষেরা প্রথম থেকেই উদ্ধার কাজের জন্য এগিয়ে এসেছেন। প্রশাসনিক স্তর থেকে জানানো হয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এখনও কয়েকজন মানুষ রোপওয়েতে আটকে রয়েছেন। তাঁদের উদ্ধার করার কাজ চালাচ্ছে প্রশাসন। বাকি পর্যটকদের এলাকা থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Deoghar Ropeway Accident: হঠাৎ ধাক্কা রোপওয়েতে! দেওঘরের মর্মান্তিক ভিডিও দেখলে চমকে উঠতে হয়
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement