Gold Investment: ২০২২ সালে সোনাই কি সবচেয়ে বেশি লাভ দেবে? বিশেষজ্ঞরা যা বলছেন

Last Updated:

Most rewarding asset class in 2022: মুদ্রার অবমূল্যায়ণ বা মুদ্রাস্ফীতির মোকাবিলায় সোনার বিকল্প নেই ঠিকই কিন্তু এর কিছু অসুবিধাও আছে।

২০২২ সালে সোনাই কি সবচেয়ে বেশি লাভ দেবে? বিশেষজ্ঞরা যা বলছেন
২০২২ সালে সোনাই কি সবচেয়ে বেশি লাভ দেবে? বিশেষজ্ঞরা যা বলছেন
#নয়াদিল্লি: এ দেশের মানুষের কাছে বিনিয়োগের অনেক বিকল্প রয়েছে। তবে সোনায় বিনিয়োগ করাকে সেরা বিনিয়োগ বিকল্পগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয় (Gold Investment)। বেশির ভাগ মানুষই সোনা কেনেন রিটার্নের জন্য নয় নিরাপত্তার জন্য। তা ছাড়া ভারতে সোনাকে যে কোনও শুভ অনুষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ ধরা হয় (Most rewarding asset class in 2022)।
সোনা হল সমৃদ্ধির প্রতীক। তাই ভারতীয় পরিবারে এই হলুদ ধাতুকে গয়না বা অলঙ্কারের আকারে সিন্দুকে তুলে রাখাই রীতি। জ্যোতিষশাস্ত্রেও সোনার বিশেষ তাৎপর্য রয়েছে। পুজো-পার্বণ ছাড়াও বিবাহ, জন্মদিন, অন্নপ্রাশন-সহ যে কোনও ধর্মীয় বা পারিবারিক অনুষ্ঠানে তাই সোনা কেনা একপ্রকার বাধ্যতামূলক। এখানেই শেষ নয়, শুধু সোনা কেনার জন্যই একটা বিশেষ পার্বন রয়েছে এদেশে, ধনতেরস। তা ছাড়া মেয়েকে বিয়েতে প্রচুর সোনা দেওয়ার রেওয়াজ আজও রয়েছে অনেক পরিবারে। সেটা শুধু দেখানোর জন্য নয়, মেয়ে যদি কোনও দিন বিপদে পড়ে, তা হলে ওটা তার কাজে লাগবে বলে।
advertisement
advertisement
মুদ্রার অবমূল্যায়ণ বা মুদ্রাস্ফীতির মোকাবিলায় সোনার বিকল্প নেই ঠিকই কিন্তু এর কিছু অসুবিধাও আছে। এর সবচেয়ে বড় অসুবিধা হল, সোনা বাড়ে না। তার সঙ্গে চুরি বা ডাকাতির ঝুঁকিও থাকে। সোনা বিশ্বের সবচেয়ে দামি ধাতুগুলির একটি। তাই হলুদ ধাতু বাড়িতে রাখতে মানুষ ভয় পায়। বদলে স্টোরেজ ফার্ম বা ব্যাঙ্কের লকার ভাড়া নিতে হয়। তারওপর সোনার দাম ওঠানামা কমে। ফলে ক্ষতির সম্ভাবনা থাকে। এ থেকে স্টক বা বন্ডের মতো প্যাসিভ ইনকাম হয় না। সুদ বা লভ্যাংশও পাওয়া যায় না। গত ১০ বছরে সোনা থেকে মাত্র ৫.৭ শতাংশ রিটার্ন মিলেছে। যা নগণ্য। গত ১৫, ২০ এবং ২৫ বছরের এ থেকে ১১.৬, ১২.৪ এবং ৯.৪ শতাংশ রিটার্ন মিলেছিল। বর্তমান পরিস্থিতিতে নিফটি থেকে গত ১০ বছরে ১৫.৫ শতাংশ রিটার্ন মিলেছে।
advertisement
 ১৯৯৯ সালে বিএসই সেনসেক্সে ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছিল ৪ হাজার টাকা। ২০২১ সালের শেষ দিকে এই দাম ১২ গুণ বেড়েছে। বর্তমানে সোনা এবং সেনসেক্স উভয়ই ৪৭ হাজার টাকায় দাঁড়িয়েছে। যেহেতু শেয়ারগুলো সেনসেক্সকে অতিরিক্ত লভ্যাংশ দিয়েছে সেই দিক থেকে বিচার করলে ১৯৯৯ সালের তুলনায় সেনসেক্স ১৭ গুণ বেড়েছে। সবচেয়ে বড় কথা সোনায় কাউন্টারপার্টি ঝুঁকি রয়েছে। যেহেতু বিভিন্ন সরকার এটাকে রিজার্ভ কারেন্সি হিসেবে বিবেচনা করে তাই এর দামও বেশি। উল্লেখযোগ্যভাবে চিনের মতো কিছু দেশ মার্কিন ডলারের রিজার্ভকে সোনার রিজার্ভে পরিবর্তন করেছে। তাই একথা বলাই যায়, বিনিয়োগের ক্ষেত্রে সোনার চেয়ে অন্যান্য বিকল্পগুলিই সর্বাধিক গ্রহণযোগ্য। যদিও বিশেষজ্ঞরা পোর্টফোলিওর ১০ থেকে ১৫ শতাংশ সোনায় বিনিয়োগের পরামর্শ দেন।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold Investment: ২০২২ সালে সোনাই কি সবচেয়ে বেশি লাভ দেবে? বিশেষজ্ঞরা যা বলছেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement