গোপনাঙ্গে লোহার রড, নির্ভয়াকাণ্ডের নৃশংসতা ফিরিয়ে রাজপথে বস্তাবন্দি দিল্লির গণধর্ষিতা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Delhi Gangrape: বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ওই নিগৃহীতার চিকিৎসা চলছে দিল্লির এক হাসপাতালে
নয়াদিল্লি : রাজধানীতে ফিরে এল নির্ভয়কাণ্ডের ভয়াবহ স্মৃতি৷ এ বার দিল্লি এনসিআর-এর অন্তর্গত গাজিয়াবাদে গণধর্ষিতা ৩৮ বছর বয়সি এক মহিলা৷ হাত পা বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করা হয় চটের বস্তাবন্দি অবস্থায়৷ উদ্ধারের সময় তাঁর যৌনাঙ্গে রড ঢোকানো ছিল৷ দিল্লি মহিলা কমিশনের কথায় এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে ১০ বছর আগের নির্ভয়াকে গণধর্ষণের ঘটনাকে৷
জানা গিয়েছে ওই মহিলা গাজিয়াবাদের নন্দ নাগরী এলাকার বাসিন্দা৷ তিনি অটোরিকশর জন্য অপেক্ষা করছিলেন৷ গত ১৬ অক্টোবর তাঁর ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠান থেকে রাতে বাড়ি ফেরার জন্য তিনি অপেক্ষা করছিলেন ৷ অভিযোগ, সে সময় একটি স্করপিওতে তাঁকে চার যুবক অপহরণ করে৷ তার পর এক নির্জন জায়গায় নিয়ে গিয়ে ওই চার যুবকের সঙ্গে আরও এক জন, মোট পাঁচ জন মিলে তাঁকে দু’দিন ধরে গণধর্ষণ করে বলে অভিযোগ৷ বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ওই নিগৃহীতার চিকিৎসা চলছে দিল্লির এক হাসপাতালে৷
advertisement
আরও পড়ুন : ‘‘মেয়ের খেয়াল রাখো, ওর শরীর ভাল নেই’’, স্ত্রীর সঙ্গে ফোনে এটাই ছিল দুর্ঘটনাগ্রস্ত চপারের নিহত চালকের শেষ কথা
পুলিশের তরফে জানানো হয়েছে দু’দিন ধরে নৃশংসভাবে গণধর্ষণ করা হয় ওই যুবতীকে৷ তাঁর গোপনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হয় লোহার রড৷ এর পর হাত পা বেঁধে বস্তাবন্দি করে তাঁকে রাস্তার ধারে ফেলে দেওয়া হয়৷ রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়৷ দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল বলেন, ‘‘এটা অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা৷ এটা আমাকে নির্ভয়াকাণ্ড মনে করিয়ে দিচ্ছে৷ প্রত্যেক অপরাধীকে দ্রুত গ্রেফতার করে তাঁদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করতে হবে৷ আমি বুঝতে পারি না আর কত দিন মহিলা এবং শিশুরা এরকম চরম নৃশংসতার শিকার হবে৷’’
advertisement
advertisement
আরও পড়ুন : শ্বাসরোধ করেই খুন, গুরগাঁওয়ে স্যুটকেসবন্দি নগ্নিকার দেহ উদ্ধারে ধর্ষণের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ
ঘটনার তদন্ত শুরু করে চার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ তাদের জেরা করা চলছে৷ প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই ওই যুবতীর উপর অত্যাচার চালানো হয়৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 19, 2022 4:38 PM IST