শ্বাসরোধ করেই খুন, গুরগাঁওয়ে স্যুটকেসবন্দি নগ্নিকার দেহ উদ্ধারে ধর্ষণের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Gurgaon Death: যে মেডিক্যাল বোর্ড তরুণীর ময়নাতদন্ত করেছে, সেই বোর্ডের এক চিকিৎসক জানিয়েছেন তরুণীর মৃত্যুতে ধর্ষণের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না
গুরগাঁও : স্যুটকেসের ভিতর এক মহিলার নগ্ন দেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য পড়ে গিয়েছিল গুরগাঁওয়ে৷ এ বার সেই ঘটনায় আরও তথ্য প্রকাশিত হল তদন্তে৷ মঙ্গলবার পুলিশ জানিয়েছে যে তরুণীর দেহ মিলেছে, তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে৷ যে মেডিক্যাল বোর্ড তরুণীর ময়নাতদন্ত করেছে, সেই বোর্ডের এক চিকিৎসক জানিয়েছেন তরুণীর মৃত্যুতে ধর্ষণের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷
ময়নাতদন্তে জানানো হয়েছে শ্বাসরোধ করে হত্যার পর তরুণীর নিথর দেহ রাখা হয় স্যুটকেসে৷ পরবর্তী তদন্তে আরও ধোয়াঁশা কাটবে বলে মনে করা হচ্ছে৷ তবে মৃতার পরিচয় এখনও জানা যায়নি৷ তদন্তকারীরা জানিয়েছেন মৃতার যৌনাঙ্গে আঘাতের চিহ্ন আছে৷ পশ্চাদ্দেশে ক্ষতচিহ্ন আছে৷ সেগুলি পোড়ার ক্ষত বলে মনে করা হচ্ছে৷
advertisement
advertisement
আরও পড়ুন : রজার বিন্নি আসতেই এবার চেতন শর্মার চাকরিতে কাঁচি! বোর্ডের অন্দরে জোর ফিসফাস
প্রসঙ্গত মৃতার স্যুটকেসবন্দি দেহ পাওয়া যায় ইফকো চকের কাছে৷ মঙ্গলবার বিকেলে এক অটোরিকশ চালক পুলিশকে জানান ইফকো চত্বরে ঝোপের পাশে সন্দেহজনক স্যুটকেস মালিকানাহীন অবস্থায় পড়ে আছে দীর্ঘ ক্ষণ ৷ পরে ঘটনালস্থলে পুলিশ গিয়ে স্যুটকেস খুলে তরুণীর দেহ উদ্ধার করে৷ ঘটনাপ্রবাহ খতিয়ে দেখতে পুলিশ স্থানীয় এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 19, 2022 8:39 AM IST