সঙ্গী ২ সশস্ত্র যুবক, গয়না, টাকা মিলিয়ে ১৫ লক্ষ টাকার জিনিস লুঠ করে শ্বশুরবাড়ি থেকে চম্পট নব বিবাহিতা তরুণীর

Last Updated:

Punjab Crime: সকলকে হতভম্ব করে আচমকাই দুই তরুণের সাহায্যে অর্থ এবং অলঙ্কার নিয়ে শ্বশুরবাড়ি থেকে চম্পট দেয় সদ্য বিবাহিতা ওই তরুণী

হরিয়ানা : বইয়ের পাতা, ছায়াছবির পর্দা থেকে ‘ঠগিনী’ যেন উঠে এল বাস্তবে৷ শ্বশুরবাড়ি থেকে গয়না, বড় অঙ্কের টাকা এবং অন্যান্য বহুমূল্য-সহ প্রায় ১৫ লক্ষ টাকার জিনিস নিয়ে চম্পট দিল নবপরিণীতা৷ ষড়যন্ত্রে সঙ্গী দুই অস্ত্রধারী৷ এই অভিযোগ পঞ্জাবের ফাগওয়াড়ায়৷ গ্রেটার কৈলাস এলাকার বাসিন্দা বরিন্দর মিশ্রা এই মর্মে অভিযোগ জানিয়েছেন পুলিশে৷ তিনি জানিয়েছেন চলতি বছর এপ্রিলে তাঁর ছোট ছেলের সঙ্গে বিয়ে হয় অভিযুক্ত তরুণীর৷ তাঁরা নির্বিঘ্নে সুখী বিবাহিত জীবনই কাটাচ্ছিলেন৷ অভিযোগ, সকলকে হতভম্ব করে আচমকাই দুই তরুণের সাহায্যে অর্থ এবং অলঙ্কার নিয়ে শ্বশুরবাড়ি থেকে চম্পট দেয় সদ্য বিবাহিতা ওই তরুণী৷
বরিন্দর মিশ্রর অভিযোগ, তাঁর ছোট পুত্রবধূর সহকারী দুই সশস্ত্র তরুণ পরিবারের বড় পুত্রবধূ অঞ্জু এবং তাঁর আড়াই বছর বয়সি সন্তানের সামনে ছুরি ধরে ছিল৷ অঞ্জুর উপর তারা শারীরিক নিগ্রহ চালায় বলেও অভিযোগ ৷
advertisement
আরও পড়ুন : কেদারনাথ যাওয়ার পথে ভেঙে পড়ল হেলিকপ্টার, প্রাণ গেল পাইলট-সহ ৬ জনের
অঞ্জু ও তাঁর শিশুসন্তানকে ঘরের মধ্যে বন্ধ করে রেখে সব অর্থ ও অলঙ্কার নিয়ে দুই সঙ্গী-সহ অভিযুক্ত তরুণী পালিয়ে যায় ৷ ঘটনার সময় অঞ্জু বাড়িতে একাই ছিলেন বলে জানানো হয়েছে পরিবারের তরফে৷ সেই সুযোগে দুই সশস্ত্র সঙ্গীকে অভিযুক্ত ডেকে নেয় বলেও জানা গিয়েছে৷
advertisement
আরও পড়ুন :  'মা আমার টফি চুরি করেছে, মাকে জেলে ভরো', পুলিশে নালিশ ৩ বছরের খুদের, ভিডিও ভাইরাল
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে লুঠপাটের পর তিন ষড়যন্ত্রী অটোরিকশ করে পালিয়ে যায়৷ পুলিশ জানিয়েছে তারা এই ঘটনার তদন্ত করছে৷ খতিয়ে দেখা হচ্ছে স্থানীয় এলাকার সিসিটিভি ফুটেজ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সঙ্গী ২ সশস্ত্র যুবক, গয়না, টাকা মিলিয়ে ১৫ লক্ষ টাকার জিনিস লুঠ করে শ্বশুরবাড়ি থেকে চম্পট নব বিবাহিতা তরুণীর
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement