সঙ্গী ২ সশস্ত্র যুবক, গয়না, টাকা মিলিয়ে ১৫ লক্ষ টাকার জিনিস লুঠ করে শ্বশুরবাড়ি থেকে চম্পট নব বিবাহিতা তরুণীর

Last Updated:

Punjab Crime: সকলকে হতভম্ব করে আচমকাই দুই তরুণের সাহায্যে অর্থ এবং অলঙ্কার নিয়ে শ্বশুরবাড়ি থেকে চম্পট দেয় সদ্য বিবাহিতা ওই তরুণী

হরিয়ানা : বইয়ের পাতা, ছায়াছবির পর্দা থেকে ‘ঠগিনী’ যেন উঠে এল বাস্তবে৷ শ্বশুরবাড়ি থেকে গয়না, বড় অঙ্কের টাকা এবং অন্যান্য বহুমূল্য-সহ প্রায় ১৫ লক্ষ টাকার জিনিস নিয়ে চম্পট দিল নবপরিণীতা৷ ষড়যন্ত্রে সঙ্গী দুই অস্ত্রধারী৷ এই অভিযোগ পঞ্জাবের ফাগওয়াড়ায়৷ গ্রেটার কৈলাস এলাকার বাসিন্দা বরিন্দর মিশ্রা এই মর্মে অভিযোগ জানিয়েছেন পুলিশে৷ তিনি জানিয়েছেন চলতি বছর এপ্রিলে তাঁর ছোট ছেলের সঙ্গে বিয়ে হয় অভিযুক্ত তরুণীর৷ তাঁরা নির্বিঘ্নে সুখী বিবাহিত জীবনই কাটাচ্ছিলেন৷ অভিযোগ, সকলকে হতভম্ব করে আচমকাই দুই তরুণের সাহায্যে অর্থ এবং অলঙ্কার নিয়ে শ্বশুরবাড়ি থেকে চম্পট দেয় সদ্য বিবাহিতা ওই তরুণী৷
বরিন্দর মিশ্রর অভিযোগ, তাঁর ছোট পুত্রবধূর সহকারী দুই সশস্ত্র তরুণ পরিবারের বড় পুত্রবধূ অঞ্জু এবং তাঁর আড়াই বছর বয়সি সন্তানের সামনে ছুরি ধরে ছিল৷ অঞ্জুর উপর তারা শারীরিক নিগ্রহ চালায় বলেও অভিযোগ ৷
advertisement
আরও পড়ুন : কেদারনাথ যাওয়ার পথে ভেঙে পড়ল হেলিকপ্টার, প্রাণ গেল পাইলট-সহ ৬ জনের
অঞ্জু ও তাঁর শিশুসন্তানকে ঘরের মধ্যে বন্ধ করে রেখে সব অর্থ ও অলঙ্কার নিয়ে দুই সঙ্গী-সহ অভিযুক্ত তরুণী পালিয়ে যায় ৷ ঘটনার সময় অঞ্জু বাড়িতে একাই ছিলেন বলে জানানো হয়েছে পরিবারের তরফে৷ সেই সুযোগে দুই সশস্ত্র সঙ্গীকে অভিযুক্ত ডেকে নেয় বলেও জানা গিয়েছে৷
advertisement
আরও পড়ুন :  'মা আমার টফি চুরি করেছে, মাকে জেলে ভরো', পুলিশে নালিশ ৩ বছরের খুদের, ভিডিও ভাইরাল
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে লুঠপাটের পর তিন ষড়যন্ত্রী অটোরিকশ করে পালিয়ে যায়৷ পুলিশ জানিয়েছে তারা এই ঘটনার তদন্ত করছে৷ খতিয়ে দেখা হচ্ছে স্থানীয় এলাকার সিসিটিভি ফুটেজ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সঙ্গী ২ সশস্ত্র যুবক, গয়না, টাকা মিলিয়ে ১৫ লক্ষ টাকার জিনিস লুঠ করে শ্বশুরবাড়ি থেকে চম্পট নব বিবাহিতা তরুণীর
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement