কেদারনাথ যাওয়ার পথে ভেঙে পড়ল হেলিকপ্টার, প্রাণ গেল পাইলট-সহ ৬ জনের
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
পৌনে বারোটা নাগাদ গারুদ ছাট্টির কাছে এসে ভেঙে পড়ে আরিয়ান সংস্থার সেই চপার। কেদারনাথ আর মাত্র ৩ কিলোমিটার দূরে ছিল। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, পাইলট-সহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে।
#কেদারনাথ: ফাটা থেকে কেদারনাথগামী হেলিকপ্টার ভেঙে পড়ল। ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৬জন। জানালেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর বিশেষ সচিব। ভয়ানক কুয়াশার জেরেই এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে।
মঙ্গলবার বেলায় ৫ জন তীর্থযাত্রীকে নিয়ে ফাটা গ্রাম থেকে কেদারনাথ মন্দিরের উদ্দেশে যাত্রা করেছিল একটি হেলিকপ্টার। পৌনে বারোটা নাগাদ গারুদ ছাট্টির কাছে এসে ভেঙে পড়ে আরিয়ান সংস্থার সেই চপার। কেদারনাথ আর মাত্র ৩ কিলোমিটার দূরে ছিল। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, পাইলট-সহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে।
#WATCH | Uttarakhand: A helicopter carrying Kedarnath pilgrims from Phata crashes, casualties feared; administration team left for the spot for relief and rescue work. Further details awaited pic.twitter.com/sDf4x1udlJ
— ANI (@ANI) October 18, 2022
advertisement
advertisement
পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, উদ্ধারের কাজ শুরু হয়ে গিয়েছে। যা ছবি এবং ফুটেজ পাওয়া গিয়েছে, তাতে দেখা যাচ্ছে, ঘটনাস্থল ধোঁয়ায় ভরে গিয়েছে। প্রাথমিক অনুমান, খারাপ আবহাওয়া, প্রবল কুয়াশার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। এর বেশি আপাতত কিছু জানা যায়নি।
আরও পড়ুন: এখনও বিভিন্ন রাজ্যে প্রবল বৃষ্টি, সঙ্গী হু হু হাওয়া, কলকাতা সহ পশ্চিমবঙ্গের লেটেস্ট ওয়েদার আপডেট
advertisement

আরও পড়ুন: অত্যাধুনিক র্যাডার, ৬০-৮০ শতাংশ সঠিক পূর্বাভাস, পরিষেবা উন্নতিতে একগুচ্ছ পদক্ষেপ আইএমডি-র
প্রতি দিন মোট ৯টি চপার ফাটা থেকে কেদারনাথে যাত্রী পারাপার করে দেয়। গুপ্তকাশি, ফাটা এবং সিরসি থেকেই এই যাতায়াতের জন্য চপার ধরেন তীর্থযাত্রীরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 18, 2022 12:38 PM IST