কেদারনাথ যাওয়ার পথে ভেঙে পড়ল হেলিকপ্টার, প্রাণ গেল পাইলট-সহ ৬ জনের

Last Updated:

পৌনে বারোটা নাগাদ গারুদ ছাট্টির কাছে এসে ভেঙে পড়ে আরিয়ান সংস্থার সেই চপার। কেদারনাথ আর মাত্র ৩ কিলোমিটার দূরে ছিল। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, পাইলট-সহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে। 

#কেদারনাথ: ফাটা থেকে কেদারনাথগামী হেলিকপ্টার ভেঙে পড়ল। ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৬জন। জানালেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর বিশেষ সচিব। ভয়ানক কুয়াশার জেরেই এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে।
মঙ্গলবার বেলায় ৫ জন তীর্থযাত্রীকে নিয়ে ফাটা গ্রাম থেকে কেদারনাথ মন্দিরের উদ্দেশে যাত্রা করেছিল একটি হেলিকপ্টার। পৌনে বারোটা নাগাদ গারুদ ছাট্টির কাছে এসে ভেঙে পড়ে আরিয়ান সংস্থার সেই চপার। কেদারনাথ আর মাত্র ৩ কিলোমিটার দূরে ছিল। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, পাইলট-সহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে।
advertisement
advertisement
পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, উদ্ধারের কাজ শুরু হয়ে গিয়েছে। যা ছবি এবং ফুটেজ পাওয়া গিয়েছে, তাতে দেখা যাচ্ছে, ঘটনাস্থল ধোঁয়ায় ভরে গিয়েছে। প্রাথমিক অনুমান, খারাপ আবহাওয়া, প্রবল কুয়াশার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। এর বেশি আপাতত কিছু জানা যায়নি।
advertisement
Photo: News18 Photo: News18
প্রতি দিন মোট ৯টি চপার ফাটা থেকে কেদারনাথে যাত্রী পারাপার করে দেয়। গুপ্তকাশি, ফাটা এবং সিরসি থেকেই এই যাতায়াতের জন্য চপার ধরেন তীর্থযাত্রীরা।
বাংলা খবর/ খবর/দেশ/
কেদারনাথ যাওয়ার পথে ভেঙে পড়ল হেলিকপ্টার, প্রাণ গেল পাইলট-সহ ৬ জনের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement