BCCI Selection Committee: রজার বিন্নি আসতেই এবার চেতন শর্মার চাকরিতে কাঁচি! বোর্ডের অন্দরে জোর ফিসফাস

Last Updated:

রজার বিন্নি সৌরভ গঙ্গোপাধ্যায়ের থেকে বিসিসিআই অধ্যক্ষের পদে দায়িত্ব পাওয়ার পর সাংবাদিক সম্মেলনে বলেন , ‘‘আমরা ক্রিকেটারদের চোট কম করার জন্য কিছু না কিছু করব, তাতে বদল আনার চেষ্টা করব৷ ’’

BCCI  Selection Committee
BCCI Selection Committee
#মুম্বই: ন্যাশানাল সিলেকশন কমিটি-র অধ্যক্ষ চেতন শর্মার ভাগ্য এখন একটা সুতোর ওপর ঝুলছে৷ কারণ এই মুহূর্তে ভারত অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য অনুশীলন ম্যাচ খেলছে৷ আর টি টোয়েন্টি বিশ্বকাপের পরেই ভারতীয় সিনিয়র দলের নির্বাচন কমিটিতে বড় বদল আসতে পারে৷ বেশ কিছুদিন ধরেই চেতন শর্মার নেতৃত্বে গঠিত নির্বাচন কমিটির নির্বাচিত দলে ধারাবাহিকতার অভাব লক্ষ্য করা যাচ্ছে৷
বিসিসিআইয়ের আধিকারিক নিজের নাম না প্রকাশের শর্তে জানিয়েছেন, ‘‘অনেক কিছু এই বিষয়ের ওপর নির্ভর করছে যে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপে কীভাবে পারফরম্যান্স করছে তার ওপর৷ বোর্ডে বহু মানুষ চেতন শর্মাকে নিয়ে খুশি নয়৷ কিন্তু এখনও তিনি পদেই থাকবেন যতক্ষণ না বিসিসিআইয়ের নতুন উপদেষ্টারা (সিএসি) নতুন দল নির্বাচন না করে৷
advertisement
advertisement
চেতন শর্মাকে  নিজের ভবিষ্যতের বিষয়ে জানার জন্য এখন অপেক্ষা করতে হবে৷ কিন্তু আঞ্চলিক প্রতিনিধিদের মধ্যে পূর্বের প্রতিনিধি দেবশিস মোহান্তিকে কিছুদিনের মধ্যেই নিজের পদ ছাড়তে হবে৷ কারণ তিনি জুনিয়র ও সিনিয়র সিলেকশন কমিটি নিয়ে মোট চার বছর পুরো করে নেবেন৷
এক আধিকারিক গোপনীয়তা বজায় রাখার শর্তে বলেছেন, ‘‘আবে কুরুভিল্লার সঙ্গে যে নিয়ম কার্যকারী তা মোহান্তির ওপরও কার্যকারী হবে৷ দেবু (মোহান্তি) ২০১৯-র শুরুতে জুনিয়র প্যানেলে সিওএ দ্বারা যুক্ত করা হয়েছিল৷ দেবাং গান্ধীর কার্যকাল পুরো হওয়ায় তিনি সিনিয়র সিলেকশনের এসেছিলেন৷’’
advertisement
রজার বিন্নি দায়িত্ব পেতেই বদলের ইঙ্গিত 
বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিন্নি এজিএমের পর বলেন তাঁর জন্য ক্রিকেটারদের লাগাতার চোট চিন্তার বিষয়৷ তিনি কথা দিয়েছেন তিনি সব সমস্যার তল অবধি পৌঁছেছেন৷ এরই সঙ্গে ঘরোয়া ক্রিকেটের পিচে বদল করার মতো অ্যাজেন্ডায় কাজ করবেন৷
রজার বিন্নি সৌরভ গঙ্গোপাধ্যায়ের থেকে বিসিসিআই অধ্যক্ষের পদে দায়িত্ব পাওয়ার পর সাংবাদিক সম্মেলনে বলেন , ‘‘আমরা ক্রিকেটারদের চোট কম করার জন্য কিছু না কিছু করব, তাতে বদল আনার চেষ্টা করব৷ ’’
বাংলা খবর/ খবর/খেলা/
BCCI Selection Committee: রজার বিন্নি আসতেই এবার চেতন শর্মার চাকরিতে কাঁচি! বোর্ডের অন্দরে জোর ফিসফাস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement