Job Vacancy: ভারতীয় কোস্ট গার্ডের অনেক ভ্যাকেন্সি, বেতন হতে পারে ৬৩,২০০ টাকা!

Last Updated:

Indian Coast Guard Recruitment 2022: প্রার্থীদের এমপ্লয়মেন্ট নিউজে বিজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে ৪৫ দিনের মধ্যে আবেদন করতে হবে।

Job Vacancy:
Job Vacancy:
#নয়াদিল্লি: সম্প্রতি ভারতীয় কোস্ট গার্ডের তরফে এক বিজ্ঞপ্তি স্টোর কিপার গ্রেড-II, সিভিলিয়ান মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার (জেনারেল গ্রেড), ইলেকট্রিকাল ফিটার সহ বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদন জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ভারতীয় কোস্ট গার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
ভারতীয় কোস্ট গার্ড রিক্রুটমেন্ট ২০২২: গুরুত্বপূর্ণ তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের এমপ্লয়মেন্ট নিউজে বিজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে ৪৫ দিনের মধ্যে আবেদন করতে হবে। অফলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
ভারতীয় কোস্ট গার্ড রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ২৬টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
স্টোর কিপার গ্রেড-II – ৪টি পদ
সিভিলিয়ান মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার (জেনারেল গ্রেড) – ২টি পদ
ইলেকট্রনিক্স ফিটার/ ইলেকট্রিশিয়ান (স্কিল্ড) – ১টি পদ
মেশিনিস্ট (স্কিল্ড) – ১টি পদ
টার্নার/ মেক টার্নার (স্কিল্ড) – ১টি পদ
advertisement
কার্পেন্টার (স্কিল্ড) – ১টি পদ
এমটি ফিটার/ মেকানিক – ১টি পদ
মাল্টি-টাস্কিং স্টাফ (মোটর ট্রান্সপোর্ট ক্লিনার) – ১টি পদ
মাল্টি-টাস্কিং স্টাফ (পিয়ন) – ৫টি পদ
মাল্টি-টাস্কিং স্টাফ (সুইপার) – ১টি পদ
মাল্টি-টাস্কিং স্টাফ (প্যাকার)– ১টি পদ
শিপ ফিটার (সেমি-স্কিল্ড)– ১টি পদ
আইসিই ফিটার (সেমি-স্কিল্ড)– ২টি পদ
শিট মেটাল স্টাফ (সেমি-স্কিল্ড)– ১টি পদ
advertisement
ইলেকট্রিক ফিটার (সেমি-স্কিল্ড)– ১টি পদ
ওয়েল্ডার (সেমি-স্কিল্ড) – ২টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থাভারতীয় কোস্ট গার্ড
পদের নামস্টোর কিপার গ্রেড-II, সিভিলিয়ান মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার (জেনারেল গ্রেড), ইলেকট্রিকাল ফিটার সহ অন্যান্য
শূন্যপদের সংখ্যা২৬
কাজের স্থানভারত
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
আবেদন শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমবিশদ দেখুন
আবেদন পদ্ধতিঅফলাইন
আবেদনের শেষ তারিখবিজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে ৪৫ দিনের মধ্যে
advertisement
ভারতীয় কোস্ট গার্ড রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা
স্টোর কিপার গ্রেড-২
একটি স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ।
একটি স্বীকৃত ফার্ম থেকে স্টোর পরিচালনায় ১ বছরের কাজের অভিজ্ঞতা
সিভিলিয়ান মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার (জেনারেল গ্রেড)-
একটি স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি পাস। এছাড়াও ভারী এবং হালকা মোটর যানবাহনের চালানোর জন্য জন্য একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
advertisement
২ বছরের ড্রাইভিং অভিজ্ঞতা থাকতে হবে
ইলেকট্রিক্যাল ফিটার/ ইলেকট্রিশিয়ান (স্কিল্ড), মেশিনিস্ট (স্কিল্ড), টার্নার/মেকানিক টার্নার (স্কিল্ড) এবং কার্পেন্টার (স্কিল্ড)
অ্যাপ্রেন্টিস অ্যাক্ট, ১৯৬১-এর অধীনে প্রাসঙ্গিক ট্রেডে একটি স্বীকৃত ওয়ার্কশপ থেকে অ্যাপ্রেন্টিসশিপ বা অন্য কোনও স্বীকৃত অ্যাপ্রেন্টিসশিপ প্রজেক্টের অধীনে ট্রেনিংপ্রাপ্ত ও ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
নির্দিষ্ট ট্রেডে ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে যা সাধারণত কোনও আইটি বা অন্যান্য স্বীকৃত প্রতিষ্ঠানে ট্রেনিং দেওয়া হয় না।
advertisement
ভারতীয় কোস্ট গার্ড রিক্রুটমেন্ট ২০২২: নির্বাচন পদ্ধতি
প্রথমে প্রার্থীদের নাম শর্ট লিস্ট করা হবে, এরপর সেই শর্ট লিস্টের প্রেক্ষিতে প্রার্থীদের লিখিত পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে। লিখিত পরীক্ষা হবে হাতে-কলমে। পরীক্ষার জন্য ১ ঘন্টা সময় দেওয়া হবে। লিখিত পরীক্ষায় পাস করতে হলে প্রার্থীদের ৫০% নম্বর পেতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ট্রেড টেস্টের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে। এসসি এবং এসটি প্রার্থীদের ক্ষেত্রে পাশের নূন্যতম নম্বর ৪৫% হবে। ওবিসি এবং ইডব্লুএস প্রার্থীদের এমন কোনও ছাড় দেওয়া হয়নি।
লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং সংশ্লিষ্ট ট্রেড টেস্টে (যেখানে প্রযোজ্য) উত্তীর্ণদ্যার যোগ্যতার ভিত্তিতে মেধা তালিকা প্রস্তুত করা হবে। মেধা তালিকাটি প্রয়োজনীয় নির্দেশাবলী সহ আইসিজি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
ভারতীয় কোস্ট গার্ড রিক্রুটমেন্ট ২০২২: আবেদন পদ্ধতি
প্রার্থীদের সমস্ত ডকুমেন্টের সেলফ অ্যাটাস্টেড করা ডকুমেন্টের সঙ্গে রঙিন ছবি সহ আবেদন করতে হবে। সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট ও ৫০ টাকার পোস্টাল স্ট্যাম্প সহ প্রার্থীদের আবেদনপত্রটি একটি এনভেলাপে ভরে এই ঠিকানায় পাঠাতে হবে, “The Commander, Coast Guard Region (East), Near Napier Bridge, Fort St George (PO), Chennai 600009”। এনভেলাপের ওপর স্পষ্ট ভাবে পদের ও বিভাগের নাম (এসসি, এসটি) “APPLICATION FOR THE POST OF ….” উল্লেখ থাকতে হবে।
বাংলা খবর/ খবর/চাকরি/
Job Vacancy: ভারতীয় কোস্ট গার্ডের অনেক ভ্যাকেন্সি, বেতন হতে পারে ৬৩,২০০ টাকা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement