বর্ষবরণের আগেই 'অপারেশন আঘাত ৩.০'! দিল্লিতে মাদক বিরোধী অভিযানে ধৃত ২৮৫! উদ্ধার ২১টি পিস্তল
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
বর্ষবরণের আগেই দক্ষিণ-পূর্ব দিল্লি পুলিশের পক্ষ থেকে সমাজবিরোধীদের ধরপাকড় অভিযান শুরু হয়েছে। এই অভিযানের নাম রাখা হয়েছে 'অপারেশন আঘাত'।
নয়াদিল্লি: বর্ষবরণের আগেই দক্ষিণ-পূর্ব দিল্লি পুলিশের পক্ষ থেকে সমাজবিরোধীদের ধরপাকড় অভিযান শুরু হয়েছে। এই অভিযানের নাম রাখা হয়েছে ‘অপারেশন আঘাত’।
মূলত ওই অঞ্চলে চলতে থাকা অপরাধ কমাতে এবং আইন-শৃঙ্খলা ফেরাতেই এই অভিযান চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত থেকে চলতে থাকা এই অপারেশনে শনিবার সকাল পর্যন্ত ২৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
advertisement
দিল্লি পুলিশ জানিয়েছে, এই অভিযানের পোশাকি নাম, ‘অপারেশন আঘাত ৩.০’।
এই অভিযানের ফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকের পাশাপাশি লাইসেন্স ছাড়া আগ্নেয়াস্ত্র এমনকি, চুরি যাওয়া মালপত্র উদ্ধার হয়েছে এই অভিযানে। ধৃতদের বিরুদ্ধে চুরি, অস্ত্র আইন, আবগারি আইন, এনডিপিএস আইন (মাদকবিরোধী আইন) এবং জুয়া প্রতিরোধ আইন-সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।
advertisement
জুয়াচক্রের বিরুদ্ধে অভিযানে মোট ৩১০টি মোবাইল ফোন এবং নগদ ২ লক্ষ ৩০ হাজার টাকা উদ্ধার হয়েছে। এ ছাড়া ২১টি দেশি পিস্তল এবং ২০ রাউন্ড কার্তুজ এবং ২৩১টি বাইক এবং একটি গাড়িও উদ্ধার করেছেন তদন্তকারীরা। বর্ষবরণ উৎসবের জমায়েতের মধ্যে অপরাধ দমন করার লক্ষ্যেই এই অপারেশন বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশের দাবি। এই উদ্দেশ্যে বর্ষবরণের উৎসবের আগেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ৫০৪ জনকে আটক করা হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 27, 2025 2:01 PM IST










