Delhi Mundka Fire: দিল্লির মুন্দকা অগ্নিকাণ্ডে মৃত ২৭! বহুতলে প্রবেশ ও প্রস্থানের একটিই সরু সিঁড়ির কারণে বেড়েছে হতাহত
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Mundka Fire Tragedy Delhi: শনিবার সকালে আরও কিছু পোড়া দেহাবশেষ উদ্ধার হয়েছে এবং মৃতের সংখ্যা ৩০ ও ছাড়িয়ে যেতে পারে।
#নয়াদিল্লি: শুক্রবার বিকেলে দিল্লির মুন্দকা মেট্রো স্টেশনের পাশে বহুতলে বিধ্বংসী আগুনের ঘটনায় পুড়ে মারা গিয়েছেন ২৭ জন। আগুনে ভস্মীভূত ওই বহুতলে এই ধ্বংসলীলার পিছনে অন্যতম কারণ ওই বহুতলের ঢোকার ও বেরনোর পথ, এমনটাই দাবি দমকল বিভাগের। এই বহুতলে প্রবেশের পথ এবং প্রস্থানের পথ একটিই। যার ফলে ভয়ে ও আতঙ্কে অনেক মানুষ আটকা পড়েও সহজে বেরিয়ে পড়তে পারেননি। এত বেশি সংখ্যক মানুষের প্রাণহানির পিছনে অন্যতম দায়ী ওই ভবনের নির্মাণের গাফিলতিও, শনিবার জানান দমকল বিভাগের একজন ঊর্ধ্বতন আধিকারিক। দমকল বিভাগ থেকে যে নো অবজেকশন সার্টিফিকেটের প্রয়োজন হয় তাও ছিল না ওই বহুতলের, জানান ওই আধিকারিক।
শুক্রবার বহুতলের প্রথম তলা থেকে আগুন ছড়ানোর সূত্রপাত হয় যেখানে একটি সিসিটিভি ক্যামেরা এবং রাউটার তৈরি ও অ্যাসেম্বলিং সংস্থার অফিস রয়েছে। কোম্পানির মালিক, হরিশ গোয়েল এবং তার ভাই বরুণ গোয়েলকে আগেই আটক করা হয়েছিল। শনিবার তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশের ডেপুটি কমিশনার (আউটার) সমীর শর্মা। বহুতলের মালিকের বিরুদ্ধেও মামলা করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া নানান ভিডিওতে দেখা গিয়েছে, আটকে পড়া মানুষজন সাহায্যের জন্য চিৎকার করে কাঁদছেন। অন্যদের আগুন থেকে বাঁচার মরিয়া চেষ্টায় বহুতল থেকে লাফ দিতেও দেখা যায়। “উদ্ধার অভিযান শেষ। বহুতলটিতে বেরনোর পথ ছিল মাত্র একটিই। এর কারণেই হতাহতের সংখ্যা এত বেশি,” বলেন দিল্লি ফায়ার সার্ভিসের ডিরেক্টর অতুল গর্গ।
advertisement
অতুল গর্গ জানিয়েছেন, শনিবার সকালে আরও কিছু পোড়া দেহাবশেষ উদ্ধার হয়েছে এবং মৃতের সংখ্যা ৩০ ও ছাড়িয়ে যেতে পারে। কর্মকর্তাদের মতে, ওই বহুতলটিতে প্রবেশ ও প্রস্থানের জন্য একটিই মাত্র সিঁড়ি ছিল। সেই সিঁড়িটিও সরু সিঁড়ি। ফলে প্রাণ বাঁচাতে সেখান দিয়ে তড়িঘড়ি নেমে পালানো কঠিন হয়ে পড়েছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও ২৯ জনের কোনও সন্ধান মেলেনি বলেও জানা গিয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 14, 2022 4:16 PM IST