প্রায় সাড়ে পাঁচ মাস পর দিল্লিতে চালু হচ্ছে মেট্রো, সংক্রমণকে দূরে রেখে পরিষেবা দিতে কী পদক্ষেপ ? জেনে নিন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
মেট্রো স্টেশনে যাত্রীদের নিরাপত্তায় থাকছে একাধিক ব্যবস্থা। স্টেশনে ঢোকার মুখেই থাকছে থার্মাল স্ক্রিনিং
#নয়াদিল্লি: ৭ সেপ্টেম্বর থেকে দিল্লিতে চালু হচ্ছে মেট্রো। করোনা আবহে টোকেনের বদলে এবার শুধু স্মার্ট কার্ড ব্যবহার। থার্মাল স্ক্রিনিংয়ের পরই যাতায়াত। সংক্রমণকে দূরে রেখে পরিষেবা দিতে একাধিক পদক্ষেপ করছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন।
আনলক ফোরে কিছুটা স্বস্তি। দেশের রাজধানী দিল্লিতে ৭ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে মেট্রো। এমনটা জানিয়ে দিয়েছে কেজরিওয়াল সরকার। তবে একাধিক বিধি নিষেধ মানতে হবে যাত্রীদের। করোনার সংক্রমণ মাথাচাড়া দিতেই দেশজুড়ে শুরু হয় লকডাউন। গত ২২ মার্চ থেকে বন্ধ দিল্লির মেট্রো পরিষেবা। প্রায় সাড়ে ৫ মাস পর অবশেষে দেশজুড়ে মেট্রো চলাচলে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
advertisement
করোনার সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব মানতেই হবে। এক্ষেত্রে ভিড় সামলানোই মেট্রো কর্তৃপক্ষের কাছে বড় চ্যালেঞ্জ। দিল্লির পরিবহণমন্ত্রী কৈলাশ গেহলত জানিয়েছে, বারবার টোকেন ব্যবহারের ফলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকে যায়। তাই টোকেন পদ্ধতি পুরোপুরি বন্ধ থাকবে। যাত্রীরা স্মার্ট কার্ড ব্যবহার করবেন। অনলাইনে কার্ড রিচার্জে জোর দেওয়া হবে।
advertisement
মেট্রো স্টেশনে যাত্রীদের নিরাপত্তায় থাকছে একাধিক ব্যবস্থা। স্টেশনে ঢোকার মুখেই থাকছে থার্মাল স্ক্রিনিং। স্টেশনের বিভিন্ন জায়গায় থাকছে স্যানিটাইজার মেশিনও। মাস্ক বা ফেস কভার ছাড়া যাত্রীরা স্টেশনেই ঢুকতে পারবেন না বলে জানা গিয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রতিটি কামরায় যাত্রী সংখ্যা নিয়ন্ত্রণ করা হবে। যদিও, বাস্তবে ভিড় সামাল দেওয়াই মেট্রো কর্তৃপক্ষের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 31, 2020 7:05 AM IST








