Delhi Flood: বন্যা নিয়ে অস্বস্তির মধ্যে এবার ভয়াল আতঙ্ক, ঘর-ঘর থেকে বেরোচ্ছে সাপ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Delhi Flood: পরিবেশ মন্ত্রী গোপাল রাই বলেছেন যে কুইক রেসপন্স টিম দিল্লির বন্যা কবলিত এলাকায় কাজ করবে এবং সাপ বিষয়ে উদ্বেগের সমাধান করবে।
নয়াদিল্লি: দিল্লিতে বন্যা সাধারণ মানুষের জীবনযাপন একেবারে কঠিন করে তুলেছে৷ একে তো বিভিন্ন এলাকা জলের তলায় চলে গেছে৷ বাড়িতে বাড়িতে জল ঢুকে যাওয়ার পর নতুন সমস্যা শুরু হয়েছে যখন জল সরে যাচ্ছে৷ বিভিন্ন বাড়িতে ঢুকে পড়ছে সাপ! হঠাৎ করেই এমনভাবে ঘরে ঘরে সাপের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে সরকার পর্যন্ত চাপে পড়ে গেছে৷
সরকার মঙ্গলবার বন্যা পরিস্থিতি মোকাবিলায় একটি কুইক রেসপন্স টিম গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। একজন আধিকারিক জানিয়েছেন, দিল্লিতে বন্যা পরিস্থিতির সঙ্গে লড়তে প্রথমবার এইরকম একটি দল গঠন করা হল৷ সাম্প্রতিক দিল্লির বন্যা কতটা গুরুতর তা এই সিদ্ধান্তই সারা দেশকে বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট৷ দিল্লিতে যমুনার জলস্তর চার দশকের রেকর্ড ভেঙেছে।
advertisement
advertisement
পরিবেশ মন্ত্রী গোপাল রাই বলেছেন যে কুইক রেসপন্স টিম দিল্লির বন্যা কবলিত এলাকায় কাজ করবে এবং সাপ বিষয়ে উদ্বেগের সমাধান করবে। বন বিভাগ সাপ দেখা মাত্রই তথ্য জানানো নিশ্চিত করতে বলেছে৷ পাশাপাশি তাৎক্ষণিক সহায়তা প্রদানের জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করেছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, গত কয়েকদিনে বিভিন্ন বাড়ি থেকে সাপ বের হওয়ার অনেক খবর পাওয়া গেছে, যা বাসিন্দাদের জন্য বিপদের সৃষ্টি করেছে। বন্যা ত্রাণ শিবিরের কাছে সাপ পাওয়ায় উদ্বেগ আরও বৃদ্ধি পেয়েছে৷ একজন আধিকারিক জানিয়েছেন যে পুরানো রেল সেতুর আশেপাশের এলাকাগুলি থেকে ২৫ টিরও বেশি সাপ ধরে আসালা ভাট্টি অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয়েছে।
advertisement
দিল্লির চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সুনীশ বক্সী বলেছেন, যখন বন্যা বা বৃষ্টির জল সাপ এবং অন্যান্য সরীসৃপদের প্রাকৃতিক আবাসস্থলে প্রবেশ করে, তখন তারা শুকনো জায়গার দিকে যাওয়ার চেষ্টা করে। দিল্লি বন্যার সময় পাওয়া বেশিরভাগ সাপ অবশ্য বিষাক্ত নয়। তবে তিনি এও জানিয়েছেন কিছু কোবরা ও ক্রেইট সাপও পাওয়া গেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 19, 2023 2:31 PM IST