Death: মর্মান্তিক! ক্রিকেট খেলতে খেলতেই মাঠে লুটিয়ে পড়লেন যুবক! নিমেষে সব শেষ...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Death: চলতি বছরের শেষেও মর্মান্তিক দুর্ঘটনা! ক্রিকেট খেলতে খেলতেই মাঠে লুটিয়ে পড়লেন যুবক! নিমেষে সব শেষ, বিস্তারিত জানুন...
মুম্বই: বছরের শেষ দিনও মর্মান্তিক ঘটনা। ক্রিকেট খেলতে খেলতেই শেষ হয়ে গেল একটা জীবন। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন এক মহারাষ্ট্রের এক যুবক।
মহারাষ্ট্রের জলনায় ক্রিকেট খেলতে গিয়ে ৩০ বছর বয়সী এক যুবক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে সে। তিনি ছিলেন মুম্বইয়ের কাছাকাছি পালঘর জেলার বাসিন্দা। পুলিশ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, মৃত ব্যক্তির নাম বিজয় পটেল, তিনি নালাসোপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
advertisement
advertisement
পুলিশ কর্মকর্তারা জানান, সোমবার রাতে একটি ক্রিসমাস ট্রফি টুর্নামেন্টে খেলা চলাকালীন রাত ১১:৩০ নাগাদ বিজয় পটেল মাঠে পড়ে যান। তাদের সন্দেহ, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তাকে তৎক্ষণাৎ সিপিআর (কার্ডিওপুলমোনারি রিসাসিটেশন) দিয়ে প্রাণ ফিরিয়ে আনার চেষ্টা করা হয়, তবে তা সফল হয়নি। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
advertisement
এ ঘটনার পর পুলিশ কর্মকর্তারা জানান, “আমরা মৃতদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় আছি। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, তাকে হৃদরোগই আঘাত করেছে।”
এই মর্মান্তিক ঘটনার কারণে স্থানীয় মানুষদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্যান্য খেলোয়াড়রা ও উপস্থিত দর্শকরা চমকিত ও বিষণ্ণ হয়ে পড়েছেন। বিজয় পটেলের মৃত্যু তাঁর পরিবার ও বন্ধুদের জন্য এক বড় ধাক্কা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 30, 2024 8:07 PM IST