Cabbage Poisoning: বিষাক্ত বাধাকপি খেয়ে ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়ল যুবতী! ৮ দিন লড়াই-এর পর যা হল...

Last Updated:

Cabbage Poisoning: বাধা কপি এতটা বিপজ্জনক হতে পারে কি, যা কারও প্রাণ নিতে পারে? রাজস্থানের গঙ্গানগরে বাধাকপি খাওয়ার কারণে এক ১৪ বছরের মেয়েটির প্রাণ চলে গিয়েছে। শেষ পর্যন্ত কী কারণে তার মৃত্যু হল, জেনে নিন...

বিষাক্ত বাধাকপি খেয়ে ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়ল যুবতী! ৮ দিন লড়াই-এর পর যা হল...AI Image
বিষাক্ত বাধাকপি খেয়ে ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়ল যুবতী! ৮ দিন লড়াই-এর পর যা হল...AI Image
গঙ্গানগর:  রাজস্থানে ভয়ঙ্কর কাণ্ড। বাধাকপি খেয়েই প্রাণ গেল এক যুবতীর৷ পুরো বিষয়টা জানলে অবাক হবেন যে কেউ৷
বাধআ কপির খাওয়ার কারণে কোনও মেয়ের মৃত্যু হবে, এমনটা কেউ ভাবেনি। কিন্তু রাজস্থানের গঙ্গানগরে এক ১৪ বছরের মেয়েটির মৃত্যু ঘটেছে বাধাকপি খাওয়ার কারণে। এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকা হতবাক হয়ে গিয়েছে।
advertisement
১৪ বছর বয়সী স্নেহা গঙ্গানগরের সাধুবালি গ্রামের মহাত্মা গান্ধী ইংলিশ মিডিয়াম স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল। ১৮ ডিসেম্বর, সে তার ক্ষেতের মধ্যে ঘুরতে গিয়েছিল এবং সেখানে কিছু বাধাকপির পাতা তুলে খেয়েছিল।
advertisement
সাধারণত বাধাকপি কোনও ক্ষতি করে না। বার্গারের মতো খাবারে বাধা কপি ব্যবহার করা হয় এবং লাখ লাখে মানুষ এটি খায়। হয়তো এই কারণেই মেয়েটি কিছু বাধাকপি খেয়েছিল। কিন্তু সে জানত না, এই খাবারই তার জীবন শেষ করে দেবে। মেয়েটি বাড়ি ফিরে এসে অজ্ঞান হতে শুরু করে। সে তার বাবা-মাকে বলেছিল যে, সে বাধাকপি খেয়েছে। তার অবস্থা খারাপ হয়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু সাত দিনের লড়াইয়ের পর মেয়েটির মৃত্যু হয়ে যায়।
advertisement
আসলে, এই বাধা কপি মেয়েটির জন্য মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল কারণ যেই বাধাকপি সে খেয়েছিল, সেই ক্ষেতের মধ্যে তার চাচা একই দিন কীটনাশক দিয়েছিলেন। প্রাথমিক রিপোর্ট থেকে জানা যায় যে, মেয়েটির মৃত্যু হয়েছে কারণ একই দিনে কীটনাশক ছিটানো হয়েছিল, ফলে বাধাকপি অত্যন্ত বিষাক্ত হয়ে গিয়েছিল এবং এতে শরীরে বিষ তৈরি হয়েছিল।
advertisement
আমাদের দেশে সাধারণত সব ধরনের সবজিতে কীটনাশক ব্যবহার করা হয়। তাই সেগুলি ভালোভাবে ধুয়ে না খেলে, তা প্রাণঘাতী হতে পারে। কৃষকরা কীটনাশক ব্যবহার বৃদ্ধি করেছেন। রিপোর্ট অনুযায়ী, বাধা কপির চাষে সবচেয়ে সাধারণ কীটনাশকগুলির মধ্যে রয়েছে ফেথোএট, প্রোফেনোফোস, ক্লোরপাইরিফোস, এসিফেট, মনোক্রোটোফোস, ডাইক্লোরোভোস এবং কুইনালফোস। এই সব কেমিক্যাল অত্যন্ত বিষাক্ত।
বাংলা খবর/ খবর/দেশ/
Cabbage Poisoning: বিষাক্ত বাধাকপি খেয়ে ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়ল যুবতী! ৮ দিন লড়াই-এর পর যা হল...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement