Man Murders Wife: ভয়ঙ্কর কাণ্ড! তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছে স্ত্রী, রাগে জ্যান্ত জ্বালিয়ে দিল স্বামী

Last Updated:

Man Murders Wife: পরপর তিন সন্তানের জন্ম দিয়েছিল স্ত্রী। আর এটাই মানতে পারেনি স্বামী। স্ত্রী-এর গায়ে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় সে, তারপর...

ভয়ঙ্কর কাণ্ড! তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছে স্ত্রী, রাগে জ্যান্ত জ্বালিয়ে দিল স্বামী - AI Image
ভয়ঙ্কর কাণ্ড! তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছে স্ত্রী, রাগে জ্যান্ত জ্বালিয়ে দিল স্বামী - AI Image
পারভানি: মহারাষ্ট্রের পারভানি জেলার একটি ভয়ংকর ঘটনা ঘটেছে৷ এক ব্যক্তি তার স্ত্রীর ওপর পেট্রোল ঢেলে তাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে, কারণ স্ত্রীর তিনটি কন্যাসন্তান জন্ম দেওয়ার পর সে ক্ষুব্ধ হয়ে গিয়েছিল। পুলিশ জানিয়েছে যে, কুন্দলিক উত্তম কালে (৩২) তার স্ত্রী মাইনা (৩২) কে গাঙ্গাখেদ নাকায়, মুম্বই থেকে প্রায় ৫২০ কিলোমিটার দূরে, বৃহস্পতিবার রাতে হত্যা করেছে।
মাইনার বোনের অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত কালে তার স্ত্রীর সঙ্গে তিনটি মেয়ে জন্ম দেওয়ার কারণে প্রায়ই তর্ক করত এবং এই বিষয়ে তার স্ত্রীকে রেগে গিয়ে অপমান করত।
advertisement
সে আরও জানিয়েছে, এমন ঘটনা এক আধদিনের নয়৷ প্রায় রোজই লেগে থাকত৷ প্রতিবেশীরা গিয়ে বারবার পরিস্থিতির সামাল দিত৷ অবশেষে আসল সেই ভয়ঙ্কর দিন, যখন স্বামী চরম সিদ্ধান্তই নিয়ে ফেলল৷ এটাই যে, জ্বালিয়ে দিতে হবে স্ত্রীকে৷
advertisement
মাইনার বোনের কথায়, বৃহস্পতিবার রাতে, এক ভয়ঙ্কর তর্কের পর, সে মাইনার ওপর পেট্রোল ঢেলে তাকে আগুন ধরিয়ে দেয়। শরীরে আগুন নিয়েই মাইনা ঘর থেকে চিৎকার করতে করতে বের হয়ে আসে বাইরে৷ নিমেষে ঘটনাস্থলে লোকজন জড় হয়ে যায়৷ তারা আগুন নেভানোর প্রাণপন চেষ্টা করলেও লাভ হয়নি। এক পুলিশ কর্তা জানিয়েছেন,  মারাত্মকভাবে পুড়ে যায় মহিলাটি৷ তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টাও করা হয়, কিন্তু পথেই মারা যায় সে৷
advertisement
কালে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, গাঙ্গাখেদ পুলিশ স্টেশন জানায়।
বাংলা খবর/ খবর/দেশ/
Man Murders Wife: ভয়ঙ্কর কাণ্ড! তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছে স্ত্রী, রাগে জ্যান্ত জ্বালিয়ে দিল স্বামী
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement