Tamilnadu Chopper Crash: বাবার মতোই যোগ দেবে বায়ুসেনায়, বলছে কুন্নুরে হত উইং কম্যান্ডারের মেয়ে

Last Updated:

Tamilnadu Chopper Crash: ২০০৬ সালে গোয়ালিওর থেকে আগ্রায় এসে সংসার পাতেন পৃথ্বী। ২০০০ সালে তিনি ভারতীয় বায়ুসেনায় যোগ দিয়েছিলেন। অভিশপ্ত বিমানে প্রাক্তন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের সঙ্গে যাত্রা করছিলেন তিনিও।

ছবি: টুইটার
ছবি: টুইটার
#নয়াদিল্লি: তামিলনাড়ুর কুন্নুরে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় বিপিন রাওয়াত-সহ (Bipin Rawat) মৃত্যু হয় ১৩ জনের। তাঁদের মধ্যেই রয়েছেন উইং কমান্ডার পৃথ্বী সিং চৌহান (IAF)। প্রয়াত সকলের পরিবারের মতোই তাঁর পরিবারও যেন শোকে পাথর হয়ে গিয়েছে। তবু পৃথ্বীর মেয়ে চোয়াল শক্ত করে বলছে, সেও যোগ দিতে চায় ভারতীয় বায়ুসেনায় (Indian Air Force)। বাবার মতো সেনার হয়ে কাজ করতে চায়। দেশের হয়ে কাজ করতে চায়। মাত্র ১২ বছর বয়সেই সে ঠিক করে নিয়েছে জীবনের লক্ষ্য।
তাজগঞ্জে পৃথ্বীর শেষকৃত্যে শামিল হয়েছিল তাঁর গোটা পরিবার। সেখানেই ছোট্ট ভাই অভিরাজকে নিয়ে বাবার মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিল আরাধ্যা। এখন সে ক্লাস এইটের ছাত্রী। শ্রদ্ধা জানানোর পর দৃঢ় কণ্ঠেই সাংবাদিকদের সে জানিয়ে দিল, বাবার মতো সেও চায় ভারতীয় বায়ুসেনার একজন বিমান চালক হতে। কারণ, তাঁর জীবনের হিরো তাঁর বাবা। তাজগঞ্জে রেখে দেওয়া মরদেহে প্রয়াত সেনাকর্মীদের শ্রদ্ধা জানিয়েছেন বায়ুসেনা আধিকারিকরাও। তাঁদের পাশে দাঁড়িয়েই যেন জীবন বোধের শিক্ষা দিয়ে গেল আরাধ্যা। সে বলল, "আমার বাবা বলতেন, পড়াশোনায় মন দিতে। কখন, কী নম্বর পেলাম, তা নিয়ে বেশি না ভাবতে। বিশ্বাস করতেন, পড়াশোনায় মন দিলে নম্বর এমনিতেই আমার কাছে এসে ধরা দেবে।"
advertisement
advertisement
২০০৬ সালে গোয়ালিওর থেকে আগ্রায় এসে সংসার পাতেন পৃথ্বী। ২০০০ সালে তিনি ভারতীয় বায়ুসেনায় যোগ দিয়েছিলেন। অভিশপ্ত বিমানে প্রাক্তন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের সঙ্গে যাত্রা করছিলেন তিনিও। সেই বিমানই ভেঙে পড়ে তামিলনাড়ুর কুন্নুরে চা বাগান ও জঙ্গলের মধ্যে। বিমানে মোট যাত্রী ছিলে ১৪ জন। উদ্ধার কাজ শুরু হতে কিছুটা দেরি হয়। তার পর ধীরে ধীরে খবর আসতে থাকে, ওই বিমানের যাত্রীদের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে, এক জন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন হাসপাতালে। বায়ুসেনার তরফ থেকে ঘোষণা করা হয়, বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রীও প্রয়াত হয়েছেন ঘটনায়। সারা দেশে শোকের ছায়া নেমে আসে এই ঘটনার ফলে।
বাংলা খবর/ খবর/দেশ/
Tamilnadu Chopper Crash: বাবার মতোই যোগ দেবে বায়ুসেনায়, বলছে কুন্নুরে হত উইং কম্যান্ডারের মেয়ে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement