BSF: বিএসএফের এক্তিয়ার বৃদ্ধিকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে গেল পাঞ্জাব

Last Updated:

Supreme Court: পাঞ্জাব সরকার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে একটি আর্জি দাখিল করেছে। চার সপ্তাহ পর সুপ্রিম কোর্টে মামলাটি শুনানির জন্য আসবে।

#নয়াদিল্লি: বিএসএফের (BSF) এক্তিয়ার আন্তর্জাতিক সীমান্ত থেকে দেশের ভিতরে ৫০ কিলোমিটার করার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা দায়ের করল পাঞ্জাব সরকার (Punjab)। পাঞ্জাব সরকারের দায়ের করা মামলায় প্রেক্ষিতে কেন্দ্রকে নোটিশ পাঠাল শীর্ষ আদালত। শনিবার সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে নোটিশ জারি করে কেন্দ্রীয় সরকারকে তাদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছেন।
পাঞ্জাব সরকার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে একটি আর্জি দাখিল করেছে। চার সপ্তাহ পর সুপ্রিম কোর্টে মামলাটি শুনানির জন্য আসবে।কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে সংবিধানের অনুচ্ছেদ ১৩১ অনুযায়ী চ্যালেঞ্জ জানিয়েছে পাঞ্জাব সরকার। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর কার্যক্ষেত্রের এলাকা ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করার বিজ্ঞপ্তি জারি হয়েছিল গত ১১ অক্টোবর।
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে পশ্চিমবঙ্গ ও পাঞ্জাব-সহ কয়েকটি রাজ্য। এই দুই রাজ্যের বক্তব্য কেন্দ্রীয় সরকার কোনওরকম আলোচনা ছাড়াই একতরফা বিজ্ঞপ্তি জারি করে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হেনেছে। রাজ্যগুলোর বক্তব্য,  রাজ্যে আইন-শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য সরকারের উপর দিয়েছে সংবিধান। কিন্তু কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত তার পরিপন্থী।
advertisement
advertisement
পাঞ্জাব সরকার এবং সরকারের আইনি প্রতিনিধি দলকে অভিনন্দন জানিয়ে পঞ্জাব কংগ্রেসের সভাপতি নভজ্যোৎ সিং সিধু টুইট করেছেন, “রাজ্যগুলির গণতান্ত্রিক পরিকাঠামো এবং স্বায়ত্তশাসন বজায় রাখার জন্য সংবিধানের মূল নীতিগুলি ধরে রাখার লড়াই শুরু হয়েছে।" এ দিকে, পশ্চিমবঙ্গেও বিএসএফের এক্তিয়ার বৃদ্ধিকে কেন্দ্র করে বিরোধ চলছে। বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির ইস্যুতে প্রথম থেকেই বিরোধিতা করে আসছে তৃণমূল। এমন কী এই প্রস্তাবের বিরোধিতা করে রাজ্য বিধানসভায় প্রস্তাব পাশ করেছে রাজ্য সরকারও। আর এই ইস্যুতে এ রাজ্যে কংগ্রেসকেও পাশে পাচ্ছে তৃণমূল। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও এই বিষয়ে কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।
advertisement
অন্য দিকে, ক'দিন আগে আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ (BSF)-এর এক্তিয়ার ভুক্ত এলাকার পরিমাণ বৃদ্ধি রাজ্য পুলিশ-প্রশাসনের সঙ্গে সমন্বয়ের কাজ করবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। পাল্টা রাজ্যগুলির দাবি, এর ফলে কেন্দ্র-রাজ্য সংঘাত বাড়বে এবং যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হবে। যদিও সেসব নস্যাৎ করে লিখিত প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, এর ফলে রাজ্যগুলির এই আশঙ্কার কোনও কারণ নেই। কেন্দ্রীয় মন্ত্রীর এই উত্তরের পরেই কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেছেন, "কেন্দ্রের এই যুক্তির কোনও মানে নেই। এটা একবারই অর্থহীন। বিএসএফ-এর কাজ সীমান্ত পাহারা দেওয়া। অনুপ্রবেশ বন্ধ করা, চোরাচালান রোখা। আইনশৃঙ্খলা দেখা তাদের কাজ নয়।"
advertisement
RAJIB CHAKRABORTY
বাংলা খবর/ খবর/দেশ/
BSF: বিএসএফের এক্তিয়ার বৃদ্ধিকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে গেল পাঞ্জাব
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement